জমি রেজিস্ট্রি করার কত দিন পর দলিল পাওয়া যায়
জমি রেজিস্ট্রি করার কত দিন পর দলিল পাওয়া যায় আজকে আমি আপনাদের সাথে সেয়ার করবো জমির দলিল কত দিন পর পবেন এবং দলিল রেজিষ্ট্রি করার পর জমির দলিল উঠানোর নিয়ম নিয়ে আলোচনা করবো।
মূল দলিল উত্তোলন কিভাবে করবেন এবং মুল দলিল কোথাই পাবো,জমি রেজিস্ট্রি করার কত দিন পর দলিল পাওয়া যায়?এ গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচ না করবো।দলিল এর রশিদ হারিয়ে গেলে দলিল কিভাবে তুলবেন।জমি রেজিস্ট্রি করার কত দিন পর দলিল পাওয়া যায় এটা জানতে হলে মনোযোগ দিয়ে এই পোষ্টটি পরুন জানতে পারবেন জমি রেজিস্ট্রি করার কত দিন পর দলিল পাওয়া যায়।
পোস্টসূচীপত্র:জমি রেজিস্ট্রি করার কত দিন পর দলিল পাওয়া যায়
- মূল দলিল উত্তোলন করার জন্য কোথাই যাবেন?
- মুল দলিল বের হতে কতদিন সময় লাগে?
- দলিলের রশিদ কোথাই পাবেন?
- মূল দলিল উত্তোলন করতে কত টাকা লাগবে
- মুল দলিল কখন নষ্ট করে
- জমি রেজিস্ট্রি করার কত দিন পর দলিল পাওয়া যায়
- জমির দলিল উঠানোর নিয়ম
- জমির দলিলের নকল তোলার নিয়ম
- নাম দিয়ে জমির দলিল
- অনলাইনে জমির দলিল বের করার নিয়ম
- প্রয়োজনিয় প্রশ্ন এবং উত্তর
- লেখক এর মতামত
মূল দলিল উত্তোলন করার জন্য কোথাই যাবেন?
আপনারা দলিল রেজিষ্ট্রি করার পরে জমি রেজিস্ট্রি করার কত দিন পর দলিল পাওয়া যায়?মূল দলিল উত্তোলন করার জন্য আপনাদের কে সাব-রেজিষ্ট্রি অফিসে যোগাযোগ করতে হবে।সাব রেজিষ্ট্রি অফিসে দলিলের রশিদ জমা দিয়ে মূল দলিল উত্তোলন করে নিবেন।
মুল দলিল বের হতে কতদিন সময় লাগে?
একটি দলিল রেজিষ্ট্রি হওয়ার পর দলিলে বালাম লিখা হয়ে গেলে,মুল দলিল দিয়ে দেওয়া হয়।এই বালাম লিখতে ৩ মাস সময় লাগতে পারে আবার ৩ বছর ও লাগতে পারে।মুল দলিল যখন বিতরন করা হয় তখন আপনারা সাব-রেজিষ্ট্রি অফিসে রেকর্ড রুম এর সামনে এ রকম একটি সাইনর্বোট দেখতে পাবেন
আরো পড়ুন : ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে মোবাইল দিয়ে করুন
এখানে দেওয়া থাকে মুল দলিল কত সালের বিতরন হচ্ছে এবং দলিল নাম্বার।আপনি আপনার মুল দলিলের রশিদ নিয়ে জমা দিয়ে আপনি মূল দলিল উত্তোলন করে নিতে পারবেন।জমি রেজিস্ট্রি করার কত দিন পর দলিল পাওয়া যায় এখান থেকে আপনি জানতে পারবেন।
দলিলের রশিদ কোথাই পাবেন?
মুল দলিলের রশিদ অনেক গুরুত্ত পূর্ণ।মুল দলিলের রশিদ হারিয়ে গেলে আপনি মুল দলিল তুলতে পারবেন না।আপনি মুল দলিলের রশিদের ফটুকপি দিয়েও মুল দলিল তুলতে পারবেন না।মুল দলিল তুলতে অরিজিনাল রশিদ লাগবে।দলিল রেজিষ্ট্রি হওয়ার সাথে সাথে আপনি দলিলের রশিদ নিয়ে নিতে পারবেন।মুল দলিলের রশিদ দেখতে এ রকম
এ রকম রশিদ টি আপনি পাবেন দলিল রেঝিষ্ট্রি হওয়ার পরে।দলিল লেখকের কাজ থেকে আপনি মুল দলিলের রশিদ টি বুজে নিবেন।
মূল দলিল উত্তোলন করতে কত টাকা লাগবে
মুল দলিল তুলার সময় আপনি দেখবেন মুল দলিলের পিছনে মুল দলিলের ফি দেওয়া থাকে N ফি O ফি এই ফি টা হচ্ছে অফিস ফি ।এই ফি টা অফিসে জমা দিয়ে মূল দলিল উত্তোলন করে নিবেন।মুল দলিল তুলতে দেরি হলে আপনাকে লেট ফি দিতে হবে।
মুল দলিল কখন নষ্ট করে
মুল দলিল বিতরনের সময় থে এর নিদিষ্ট্র সময় থাকে ভিভিন্ন যায়গাতে এটা ভিভিন্ন রকম হতে পারে।মুল দলিল নষ্ট করার পূর্বে নর্টিশ দেওয়া হয়।এই নটিশের পূর্বে আপনি আপনার দলিলের রশিদ জমা দিয়ে মুল দলিল তুলে নিবেন।
জমি রেজিস্ট্রি করার কত দিন পর দলিল পাওয়া যায়
জমি রেজিস্ট্রির সাথে সাথে কিন্তু আপনার মুল দলিল পাওয়া যায় না,মূল দলিল বের হতে কিছুদিন সময় লাগে।একটা দলিল রেজিস্ট্রি হওয়ার পরে যখন আপনার দলিলটি বালাম হওয়ার পরে কিন্তু আপনি মুল দলিল পাবেন, এখন বালাম হতে আপনার বিভিন্ন অফিসে বিভিন্ন রকম সময় লাগে।
যেরকম আপনার কোন অফিস আপনার দুই বছর সময় লাগতে পারে,তিন বছর সময় লাগতে পারে,আবার তিন মাসেও হয়ে যেতে পারে।একটা মুল দলিল বিতরনের বিভিন্ন অফিসে বিভিন্ন রকম সময় লাগে আমাদের শ্রীপুর অফিসে মুল দলিল বের হতে ৬ থেকে ৭বছর সময় লাগে।
জমির দলিল উঠানোর নিয়ম
জমির দলিল উঠানোর নিয়ম হচ্ছে আপনি একটি জমি রেজিস্ট্রি করার পরে আপনাকে একটা রশিদ দেওয়া হবে সেই রশিদটি হচ্ছে আপনার দলিল পাওয়ার রশিদ।একটি দলিল রেজিস্ট্রি হওয়ার পরে যদি আপনি রশিদ না পান তাহলে আপনি আপনার দলিল লেখকের সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তী সময়ে রশিটি নিয়ে আপনাকে মূল দলিল উত্তোলন করতে হবে।
আরো পড়ুন : দলিলে দাগ ভুল হলে করণীয়-কিভাবে দলিল সংশোধন করবেন
আপনার কাছে যদি দলিলের রশিদ থাকে এর এ রশিদটি পরবর্তী সময় যখন দলিল বের হবে আপনি অফিসে জমা দিলে আপনি মূল দলিল উত্তোলন করতে পারবেন।দলিলের রশিদ টি অনেক গুরুত্বপূর্ণ নষ্ট হয়ে গেলে কিংবা হারিয়ে গেলে আপনি আপনার মুল দলিল তুলতে জটিল হবে।
জমির দলিলের নকল তোলার নিয়ম
জমির দলিলের নকল তোলার নিয়ম হচ্ছে আপনি দলিল রেজিষ্ট্রি করার পরে অফিসের ভিতরে যারা বালাম লিখার কাজ করে আপনি তাদের কে দলিলের নকল তোলার জন্য দলিল নাম্বার এবং তারিখ দিবেন।তারা আপনার দলিলের নকল তুলে দিবে।
নাম দিয়ে জমির দলিল
আপনি যদি কোন দলিল তুলতে চান আপনি শুধু দলিল দাতার নাম বা গ্রহিতার নাম জানেন।আপনি নাম দিয়ে জমির দলিল তল্লাশি করতে পারবেন।নাম দিয়ে জমির দলিল তল্লাশি করে নিয়ে নকলের সার্টি ফাইট কপি তুলে নিতে পারবেন। নাম দিয়ে জমির দলিল তল্লাশি করার সময় আপনাকে দলিল দাতা এবং গ্রহিতার পিতার নাম,ঠিকানা দিতে হবে।নাম দিয়ে জমির দলিল তুলার জন্য এই ওপাষ্টটি পরুন।
অনলাইনে জমির দলিল বের করার নিয়ম
অনলাইনে জমির দলিল বের করার নিয়ম অপনি যদি অনলাইনে জমির দলিল বের করতে চান তা কখনোই পারবেন না।তার কারন আমাদের দেশে দলিল এখনো অনলাইনে পাওয়া যাই না।আপনি অনলাইন থেকে খতিয়ান,নাম জারি এ গুলো দেখতে পাবেন এবং তুলতে পারবেন।অনলাইনে খতিয়ানের জন্য আবেদন করতে চাইলে এই পোষ্টটি পরুন।
প্রয়োজনিয় প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন:দলিল এর রশিদ হারিয়ে গেলে মুল দলিল কিভাবে তুলবেন?
উ:থানাতে জিডি
করে মুল দলিল তুলতে হবে।
প্রশ্ন:জমি রেজিস্ট্রি করার কত দিন পর দলিল
পাওয়া যায়?
উ:এক এক অফিসে এক এক রকম সময় লাগে।
লেখক এর মতামত
আমি(শামিম মোক্তার)শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক,শ্রীপুর,গাজিপুর।জমি রেজিস্ট্রি করার কত দিন পর দলিল পাওয়া যায় এটা নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।আপনারা আপনাদের জমির মূল দলিল উত্তোলন করে যত্ন সহকারে রাখবেন কারন মুল দলিল এক বারই পাবেন।মুল দলিল হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আর পাবেন না।
মেয়াদ শেষে নস্ট করে ফেলা দলিল কিভাবে উঠানো যায়
দলিলের নকল তুলেন
Dolil এর নকল তুলি
আমি ৫ হয়ে গেছে একনো দলিল পায়নি