আর এস খতিয়ান অনুসন্ধান করে দাগের তথ্য দেখে নিন

জায়গা জমি সঠি ভাবে যাচাই বাচাই করার জন্য আমাদের আর এস খতিয়ান অনুসন্ধান করার প্রয়োজন হয়।আমাদের দেশে সর্ব শেষ খতিয়ান হচ্ছে আর এস খতিয়ান।আর এস খতিয়ান অনুসন্ধান কিভাবে করবেন অনলাইনে এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।আর এস খতিয়ান এর পর বি আর এস খতিয়ান চালু হয়েছে তবে বি আর এস খতিয়ান এখনো চল মান।

আর-এস-খতিয়ান-অনুসন্ধান

আর এস খতিয়ান অনুসন্ধান এখন অনলাইনে ওয়েব সাইটের মাধ্যেমে অনেক সহজে করতে পারবেন।আর এস খতিয়ান অনুসন্ধান করার জন্য আপনি পৃথিবির যে কোন যায়গা থেকে অনলাইনে আপনার আর এস খতিয়ান নাম্বার দিয়ে আর এস রেকর্ডী মালিকের তথ্য দেখতে পারবেন।আপনি যদি এই পোষ্টটি মনোযোগ দিয়ে পরেন তাহলে ১০০% আর এস খতিয়ান অনুসন্ধান  অনলাইনে করতে পারবেন।

পোস্টসূচীপত্র:আর এস খতিয়ান অনুসন্ধান করে দাগের তথ্য দেখে নিন

আর এস খতিয়ান অনুসন্ধান

আর এস খতিয়ান অনুসন্ধান অনলাইনে করার জন্য আপনার আর এস দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার প্রয়োজন হবে।এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার আর এস দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার দিয়ে আর এস খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।rs kotian দেখার জন্য আপনাকে ভিবিন্ন তথ্য দিতে হবে।নিচে খতিয়ান অনুসন্ধান করার জন্য কি কি প্রয়োজন বিস্থারিত দেওয়া আছে।

আর এস খতিয়ান কি

আর এস খতিয়ান অনুসন্ধান করার পূর্বে চলুন যেনে নেই খতিয়ান কি?মৌজা ভিত্তিক এক বা একাধিক ভুমি মালিকের ভূ-সম্পত্তির বিবরণ সহ যে ভূমি রের্কড জরিপ কালে প্রস্ত করা হয় তাকে খতিয়ান বলে।সে টা cs,sa,rs,bs খতিয়ান যাই হোক না কেন।আমদের দেশ ভিবিন্ন ধরনের খতিয়ান আছে অঅজকে আমি আপনাদের সাথে আর এস খতিয়ান নিয়ে আলোচনা করবো।

আরো পড়ুন : নাম দিয়ে জমির দলিল অনুসন্ধান করুন

আর এস খতিয়ানে কি কি থাকে?

খতিয়ান সর্ম্পকে ভঅল ভাবে ধারনা নিতে হলে আপনাকে প্রথমে জানতে হবে খতিয়ানে কোন কলামে কি থাকে।নিচে আর এস খতিয়ানের ভিবিন্ন কলাম তুলে দরা হল।একটি আর এস খতিয়ানে এই কলাম গুলো থাকে।

  • খতিয়ান নাম্বার-৭৬
  • মৌজার নাম-কেওয়া
  • উপজেলা,জেলার নাম-শ্রীপুর,গাজিপুর
  • জে এল নং-০৭
  • রেসার্ভে নং-৩০৯৪
  • তৌজি নং
  • মালিকের নাম-
  • খতিয়ানে অংশ/হিস্যা-
  • রাজস্ব-খাজনা-
  • দাগ নাম্বার-
  • জমির শ্রেনী-
  • দাগে মোট জমির পরিমান-
  • খতিয়ানে জমির পরিমান-

এগুলো ছারাও আরো কিছু কলাম থাকে যেমন: মন্তব,রাজস্ব আদায়ের তারিখ ইত্যাদি।আর.এস খতিয়ানে এক বা একাদিক মালিকের নাম থাকতে পারে এবং আর.এস খতিয়ানে একটি দাগ নাম্বার বা একাদিক দাগ নাম্বার থাকতে পারে।

আর এস খতিয়ান দেখতে কেমন?

আর.এস খতিয়ন দেখতে লম্বা লম্বী।এ খতিয়ন টি বর্তমানে কম্পিউটার পিন্ট এ জেলা রেকর্ড থেকে পাওয়া যাই।এখন সব খতিয়ান কম্পিউটার পিন্ট এ হয়ে খাকে।পূর্বে আর এস খতিয়ান গুলো ছিল হাতের লিখা।আরএস খতিয়ান বোজার জন্য নিচে একটি আরএস খতিয়ানে ছবি দেওয়া হল যেটি 

আর-এস-খতিয়ান-অনুসন্ধান
দেখে আপনারা ধারনা করতে পারবেন আরএস খতিয়ান কেমন।এখানে আরএস খতিয়ানে ফন্ট পেইজ দেওয়া হল।আরএস খতিয়ানের দুইটি পৃষ্ঠা থাকে ফন্ট পেইজ এবং ব্যাক পেইজ ।ফন্ট পেজে মালিকের নাম,কে কতটুকু অংশের মালিক অঅরো অনেক তথ্য থাকে,ব্যাক পেজে দাগ নাম্বার,মোট জমির পরিমান ইত্যাদি আরো অনেক তথ্য থাকে।

আরো পড়ুন : ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে মোবাইল দিয়ে করুন

R.S জরিপ শুরু হয় কত সালে

সরকারি আমিন গন এস.এ জরিপের সময় সরজমিনে তদন্ত করেনি।না করার কারনে এস.এ খতিয়ানে ভুল তুটি দেখা যাই।পরবর্তী সময়ে আর.এস জরিপ শুরু হয় R.S(আর.এস)-Revitionel Survey নামে পরিচিত।এ জরিপ আমাদের দেশে ভিবিন্ন জায়গাতে এখনো চলমান।আর.এস জরিপের প্রস্তুতকৃত নকশা(ম্যাপ)খতিয়ান র্নিভুল হিসাবে গ্রহনিয়।

আর এস খতিয়ান অনুসন্ধান অনলাইনে

আপনি যদি আর এস খতিয়ান অনুসন্ধান করতে চান তাহলে আপনি আর এস খতিয়ান নাম্বার দিয়ে এবং মৌজার নাম,জেলা,উপজেলা দিয়ে আপনি আপনার খতিয়ান অনুসন্ধান করতে পারবেন অনলাইনের মাধ্যেমে।এইওেয়েব সাইট থেকে আপনি আপনার আর এস খতিয়ান নাম্বার দিয়ে আর এস খতিয়ান অনুসন্ধান অনলাইনে করতে পারবেন।

আর-এস-খতিয়ান-অনুসন্ধানআর এস খতিয়ান অনুসন্ধান করার জন্য এই লিংকে ক্লিক করুন।ওয়েব সাইটে এই লিংকে ক্লিক করে আপনি আর এস খতিয়ান অনুসন্ধান করে আর এস খতিয়ান এর মালিকের নাম,দাগে জমির পরিমান ইত্যাদি আরো অনেক তথ্য দেখতে পারবেন আর এস খতিয়ান অনুসন্ধান করলে অনলাইনে।

অনলাইনে আরএস খতিয়ান আবেদন

cs,sa,rs,bs খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করতে হয়।NID Card দিয়ে অনলাইন খতিয়ান আবেদন করতে হয়।অনলাইন খতিয়ান আবেদন করার পরে ১০-১৫ কার্য দিন সময় নেয় আর এস খতিয়ান হাতে পেতে।অনলাইনে আর এস খতিয়ান আবেদন করতে হয় যার নামে জমি রেকর্ড তার NID Card দিয়ে অনলাইনে আর এস খতিয়ান আবেদন করতে হয়।

আরো পড়ুন : পুরাতন দলিল এর লেখা বোঝার উপায় যেনে নিন

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান অলাইনে করতে চাইলে,আপনার খতিয়ান নাম্বার দিতে হবে এবং দাগ নাম্বার দিতে হবে তাহলে আপনি খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে পারবেন।দেখতে পারবেন অনলাইনে খতিয়ান টি কার নামে রের্কড আছে এবং কতটুকু জমি রের্কড আছে।এই লিংকে ক্লিক করুন এখানে ক্লি করে আপনারা খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করে নিতে পারবেন।

প্রয়োজনিয় প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন:আর এস খতিয়ান অনুসন্ধান অনলাইনে করা যায়?
উ: আপনি আপনার জমির আর এস খতিয়ান অনুসন্ধান অনলাইনে করতে পারবেন।
প্রশ্ন:আর এস খতিয়ান অনলাইনে আবেদন করা যায়?
উ:আপনি আপনার জমির আর এস খতিয়ান অলাইনে আবেদন করতে পারবেন।
প্রশ্ন:অনলাইনে আর এস খতিয়ান অনুসন্ধান করার জন্য কি কি তথ্য দিতে হয়?
উ:খতিয়ান নাম্বার,মৌজার নাম,উপজেলা,জেলা,বিভাগ।

লেখক এর মতামত

আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক,শ্রীপুর,গাজিপুর।cs,sa, এবং আর এস খতিয়ান অনুসন্ধান কিভাবে অনলাইনে করবেন এগুলোনিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
3 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • নামহীন
    নামহীন ২৮ জুন, ২০২৪ এ ৯:৪৬ AM

    আমার বাবার জমি খতিয়ানে কম দেখানো হয়েছে এবং কিছুদিন হলো জানতে পারলাম, সেটেলম্যান্ট অফিসে ভূমি রেকর্ড এ আমার বাবার নাম কেটে দিয়ে অন্য জনের নাম বসানো হয়েছে। এক্ষেত্রে করণীয় কি?

    নতুন ভূমি জরিপ কার্যক্রম এর আগেই কি এগুলো সংশোধন করে নিতে হবে, না কি নতুন ভূমি জরিপের জন্য অপেক্ষা করতে হবে?

  • নামহীন
    নামহীন ২৮ জুন, ২০২৪ এ ৯:৪৬ AM

    আমার বাবার জমি খতিয়ানে কম দেখানো হয়েছে এবং কিছুদিন হলো জানতে পারলাম, সেটেলম্যান্ট অফিসে ভূমি রেকর্ড এ আমার বাবার নাম কেটে দিয়ে অন্য জনের নাম বসানো হয়েছে। এক্ষেত্রে করণীয় কি?

    নতুন ভূমি জরিপ কার্যক্রম এর আগেই কি এগুলো সংশোধন করে নিতে হবে, না কি নতুন ভূমি জরিপের জন্য অপেক্ষা করতে হবে?

    • নামহীন
      নামহীন ৩ সেপ্টেম্বর, ২০২৪ এ ৬:১৩ PM

      রের্কড সংশোধন করেন

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url