দলিল ফরমেট-দোকান ঘর ভাড়া চুক্তিপত্র দলিল

আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো দলিল ফরমেট নিয়ে।আমাদের ভিবিন্ন সময় ভিবিন্ন দলিল করতে হয়।আমাদের ভিবিন্ন দলিল সর্ম্পকে তেমন ধারনা না থাকার কারনে আমরা বুজতে পারি না কোন দলিলে কি থাকে।

দলিল-ফরমেট

আজকে আমি আপনাদের সাথে আলোচান করবো দলিল ফরমেট নিয়ে,দোকান ঘর ভারা দলিল এর ফরমেট দেখতে কেম কি কি থাকে আপনাদের একটি ধারনা দেওয়ার চেষ্টা করবো।আপনারা যদি এই পোষ্টটি মনোযোগ দিয়ে পরে তাহলে দোকান ঘর ভাড়া চুক্তিপত্র দলিল ফরমেট।

পোস্টসূচীপত্র:দলিল ফরমেট-দোকান ঘর ভাড়া চুক্তিপত্র দলিল

বিসমিল্লাহির রাহমানির রাহিম

দোকান ঘর ভাড়া চুক্তিপত্র

জামানত ৮০,০০০/=( আশিহাজার) টাকা
মাসিক ভারা ২,০০০/=(দুই হাজার) টাকা
মেয়াদ-০৩(তিন) বৎসর

১। মোছাঃ আকলিমা খাতুন, পিতা- মোঃ সামসুদ্দিন, সাং- বেড়াইদেওচালা, পৌরসভা ও উপজেলা-শ্রীপুর, জেলা- গাজীপুর। ধর্ম- ইসলাম, পেশা- গৃহিনী, জাতীয়তা- বাংলাদেশী---------১ম পক্ষ(মালিক)০১ জন। 

২। মোঃ বিল্লাল হোসেন, পিতা- মৃত ছাবেদ আলী, সাং- নয়াপারা মোহাইল, পোঃ জাওয়াইল, উপজেলা- গোপালপুর, জেলা-টাঙ্গাইল। ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা, জাতীয়তা- বাংলাদেশী-----২য় পক্ষ(ভাড়াটিয়া)০১ জন

পরম করুনাময়য় মহান আল্লাহর নাম স্মরণ করিয়া অত্র দোকান ঘর ভারা চুক্তি লিখা আরম্ভ করিলাম।আমি অত্র দলিলের ১ম পক্ষ মালিক আশপারা মোড় ঢাকা ময়মনসিংহ মহা সরকের পশ্চিম পাশে একটি বেলডিং দোকান ভারা দেওয়ার প্রস্তাব করিলে আপনি 

আরো পড়ুন : হেবার ঘোষনা পত্র দলিল কিভাবে লিখতে হয় দলিল ফরমেট যেনে নি

২য় পক্ষ ভারা টিয়া ব্যাবসা পরিচালনা করিবার নিমিত্তে বর্ণিত দোকান ঘরটি ভারা নিতে ইচ্ছা প্রকাশ করিলে আমরা উভয় পক্ষ নি¤œ লিখিত শর্তা বলি একমত হইয়া স্বাক্ষগিণরে উপস্থিতিতে দোকানঘর ভারা চুক্তি পত্র লিখিয়া উবয় পক্ষদ্বয় সহি সম্পাদন করিয়া দিলাম ও রহিলাম।তারিখ-      

শর্তসমূহঃ

  • প্রস্তাবতি দোকান ঘরভারার মেয়াদ অদ্য তারিখ হইতে ০৩ বৎসর থাকিবে।
  • দোকান ঘররে অগ্রীম জামানত বাবদ ৮০,০০০/= টাকা আমি ১ম পক্ষ ২ য় পক্ষরে নিকট হইতে গ্রহন করিলাম।
  • দোকান ঘরের মাসিক ভারা ২,০০০/= টাকা ধার্য করা হইল।প্রতিমাসের ভারা পরবর্তী মাসের ৫ তারিখ হইতে ১০ তারিখের মধ্যে ১ম পক্ষরে মালিককে নগদে পরিশদ করিবে।
  • ২য় পক্ষ ভারা টিয়া দোকান ঘরের মধ্যে কোন প্রকার অবৈধ ব্যাবসা পরিচালনা করিতে পরিবে না।এবং দোকানের মালিকের উনুমুতি ছারা উপ ভারা টিয়া নিয়গ করিতে পারিবে না।
  • দোকান ঘরের যাবথীয় বিদ্যুত বিল দ্বিয় পক্ষ পরিশদ করিবে।
  • চুক্তি পত্র মেয়াদের মধ্যে ২য় পক্ষ দোকান ঘর ছাড়িয়া দিতে চাহিলে ০৩ মাস পুর্বে ১ম পক্ষকে অবহিত করিতে হইবে।
  • আমি ১ম পক্ষ দোকান ঘরের মালিক প্রয়োজন হইলে ০৩ মাস পুর্বে ২য় পক্ষকে অবহিত করিতে হইবে।
  • আমি ১ম পক্ষ চুক্তির মেয়াদ অতিক্রম হওয়ার পর দোকানের অগ্রীম জামানতের ৮০,০০০/= টাকা ২য় পক্ষকে ফেরৎ প্রধান করিতে বাধ্য থাকিব।
  • ১ম পক্ষ ও ২য় পক্ষ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় আলোচনার সাপেক্ষে মেয়াদ নবায়ন করিতে পারিব।

এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে ও অন্যের বিনা প্ররোচনায় অত্র ভাড়াটিয়া চুক্তিপত্র লিখাইয়া সম্পাদন করিয়া দিলাম।ইংরেজী ০২/১০/২০১৬, দুই/দশ/দুই হাজার ষোল সন।

আরো পড়ুন : খোলা সাফ কবলা দলিল কিভাবে লিখতে হয় দলিল ফরমেট যেনে নিন

অত্র দলিলে কাগজ ০৩ ফর্দ, ১ম পক্ষ ০১ জন, ২য় পক্ষ ০১ জন, সাক্ষী ০৩ জন।অত্র দলিল পাঠ করিয়া ও শুনিয়া আমি দাতা মর্ম অবগত হইলাম।

ইসাদী

স্বাক্ষর 

১।---- ১ ম পক্ষ
২।-----২ য় পক্ষ
৩।----৩ য় পক্ষ 

লেখক এর মতামত

আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক,শ্রীপুর,গাজিপুর।দোকান ঘর ভাড়া চুক্তিপত্র দলিল ফরমেট নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আরো ভিবিন্ন দলিল ফরমেট দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনারা দলিল ফরমেট দেখে নিতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • নামহীন
    নামহীন ১ মার্চ, ২০২৪ এ ৭:৪৬ AM

    দোকান ভাড়ার চুক্তিনামা কিভাবে রেজিস্টার্ড করতে হয়

    • Shamim Muktar(দলিল লেখক)
      Shamim Muktar(দলিল লেখক) ১২ এপ্রিল, ২০২৪ এ ৬:৫০ AM

      দোখান ঘর ভারা দলিল রেজিষ্ট্রি হয় না

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url