দলিল ফরমেট-অঙ্গিকার নামা দলিল

আজকে আমি আপনাদের সাথে অঙ্গিকার নামা দলিল ফরমেট নিয়ে আলোচনা করবো।অঙ্গিকার নামা দলিল কেন লেখা হয় এবং অঙ্গিকার নামা দলিল ফরমেট দেখতে কেমন।এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।

দলিল-ফরমেট

অঙ্গিকার নামা দলিল কেন লেখা হয় চলুন প্রথমে যেনে নিই টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে,জায়গা জমি বন্ধক দিয়ে টাকা নিলে ইত্যাদি আরো অনেক কাজে অঙ্গিকার নামা দলিল লেখা হয়।আপনি অঙ্গিকার নামা দলিল সর্ম্পকে জানতে চাইলে এই পোষ্টটি আপনার জন্য অঙ্গিকার নামা দলিল ফরমেট সর্ম্পকে সঠিক ধারনা পাবেন।

পোস্টসূচীপত্র:দলিল ফরমেট-অঙ্গিকার নামা দলিল

বিসমিল্লাহির রাহমানির রাহিম

অঙ্গিকার নামা দলিল

১।দলিল গ্রহিতা/গ্রহিত্রীর(১ম পক্ষ)নাম,স্বাক্ষর ও ঠিকানা:
নাম : মোছাঃআনোয়ারা খাতুন এর পক্ষে তাহার
স্বামী:রাইজ উদ্দিন ওরফে রিয়াজ উদ্দিন
পিতার নাম :মরহুম ছাবেদ আলী
মাতার নাম :মরহুমা ডালীমন
বয়স/জন্মতারিখ : ১৭/০৫/১৯৭৮ইং ধর্ম ইসলাম
পেশা : গৃহিনী জাতীয়তা বাংলাদেশী
জাতীয় পরিচিতি নং :৪৫৩৩১৮৬২৫৪০৬৪৩৪
স্থায়ী ঠিকানা :বর্তমান ঠিকানা
সাং- নিজমাওনা, ইউনিয়ন- গাজীপুর, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর।

১।দলিল দাতা/দাত্রীর(২য় পক্ষ)নাম,স্বাক্ষর ও ঠিকানা:

নাম :মোঃ সামসুল হক
পিতার নাম :মরহুম ছাবেদ আলী
মাতার নাম :মরহুমা ডালীমন
বয়স/জন্মতারিখ :২০/০৫/১৯৭৩ইং ধর্ম ইসলাম
পেশা : ব্যবসা জাতীয়তা বাংলাদেশী
জাতীয় পরিচিতি নং : ৩৩১৮৬২৫৪০৬৪২৮৬৫৪
স্থায়ী ঠিকানা :বর্তমান ঠিকানা
সাং- নিজমাওনা, ইউনিয়ন- গাজীপুর, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর।

পরম করুনাময় আল্লাহর নাম স্মরণ করিয়া অত্র অঙ্গিকার নামা দলিল লিখাইতে আরম্ভ করিলাম। যেহেতু অত্র দলিলের ২য় পক্ষ মোঃ সামসুল হক এর স্ত্রী মোছাঃ নাজমা আক্তার এর নামে আশা সমিতি হইতে ২০,০০০/=(বিশ হাজার) টাকা উত্তলন করে অত্র দলিলের  আমি অত্র দলিলের ১ম পক্ষকে বুঝাইয়া দেন।

আরো পড়ুন : খোলা সাফ কবলা দলিল কিভাবে লিখতে হয় দলিল ফরমেট যেনে নিন

পরবর্তীতে উক্ত ২০,০০০/=(বিশ হাজার) টাকার সমস্ত কিস্তি আমি অত্র দলিলের ১ম পক্ষ পরিশোধ করিব। যদি আমি অত্র দলিলের ১ম পক্ষ কিস্তি পরিশোধ করিতে কোন রকম টাল বাহানা করি তাহলে আপনি ২য় পক্ষ আমি ১ম পক্ষের বরাবরে শালিশি বা আইনি ব্যবস্থা নিতে পারিবেন। 

ইহাতে আমরা উভয় পক্ষের কোন রকম ওজর আপত্তি নাই বা রহিল না। করিলে তাহা সর্বাদালতে বাতিল বলিয়া গণ্য হইবে। 

আরো পড়ুন : অপ্রত্যাহার যোগ্য আম-মোক্তার নামা দলিল ফরমেট যেনে নিন

এতদ্বার্থে স্বেচ্ছায় স্বজ্ঞানে অত্র চুক্তি নামা দলিল লিখাইয়া সহি সম্পাদন করিয়া দিলাম। ইতি বাংলা ১৪২৪সনের ২১ চৈত্র, ইংরেজী ০৪/০৪/২০১৮ ইং

অত্র দলিলে কাগজ ০২ ফর্দ, সাক্ষী ০৩ জন।
অত্র দলিল পাঠ করিয়া মর্ম অবগত হইলাম।

মোসাবিদাকারক ও দলিল লিখক
মোঃ শামিম মিয়া
সাং- কেওয়া
শ্রীপুর, গাজীপুর।
কম্পোজকারক
মোঃ রুবেল মিয়া
মিডিয়া কম্পিউটার সেন্টার
শ্রীপুর এস. আর. অফিস সংলগ্ন
শ্রীপুর, গাজীপুর।

সাক্ষী 
১।
২।
৩।

লেখক এর মতামত

আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক শ্রীপুর,গাজিপুর।অঙ্গিকার নামা দলিলের দলিল ফরমেট নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।আরো ভিবিন্ন ধরনের  দলিল ফরমেট এই ওয়েব সাইট এ দেওয়া আছে দেখেনিতে পারেন ফ্রিতে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url