চুক্তি নামা ফরমেট দলিল কিভাবে লিখতে হয়

চুক্তি নামা ফরমেট লিখতে হয় আমাদের ভিবিন্ন সময় ব্যাবসা করার ক্ষেত্রে,দোকান ঘর এক এর অধিক মালিক ভাড়া নিলে চুক্তিনামা দলিল ফরমেট লিখতে হয়।

চুক্তি-নামা-ফরমেট

আমাদের ভিবিন্ন সময় চুক্তিনামা দলিল লিখার প্রয়োজন পরে আজকে আমি আপনাদের সাথে চুক্তিনামা দলিল ফরমেট দিলাম যাতে করে আপনারা চুক্তিনামা দলিল সর্ম্পকে একটি সম্পষ্ট ধারনা পেতে পারেন। চুক্তিনামা দলিল ফরমেট টি দেখে আপনারা নিজেদের প্রয়োজনে ব্যাবহার করতে পারবেন।১০০% ফ্রিতে চুক্তিনামা দলিল ফরমেট টি নিয়ে নিন।

পোস্টসূচীপত্র:চুক্তি নামা ফরমেট দলিল কিভাবে লিখতে হয়

বিসমিল্লাহির রাহমানির রাহিম

চুক্তিনামা দলিল ফরমেট

১।দলিল গ্রহিতা/গ্রহিত্রী (১ম পক্ষ) এর নাম, স্বাক্ষর ও ঠিকানা :
নাম : মোঃ আবুল কাশেম
পিতার নাম : মরহুম আলাল্ উদ্দিন
মাতার নাম : মরহুমা ছহিতুন নেছা
স্থায়ী ঠিকানা : বর্তমান ঠিকানা
সাং- নিজমাওনা, ইউনিয়ন- গাজীপুর উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর।

আরো পড়ুন : দলিল ফরমেট-অঙ্গিকার নামা দলিল

১।দলিল দাতা/দাত্রী (২য় পক্ষ) এর নাম, স্বাক্ষর ও ঠিকানা :
নাম : মো:আ:ছামাদ
পিতার নাম : মরহুম আশ্রব আলী
মাতার নাম : রবিজান
স্থায়ী ঠিকানা : বর্তমান ঠিকানা
সাং- শৈলাট, ইউনিয়ন- গাজীপুর উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর।

পরম করুনাময় আল্লাহরন্ম স্মরণ করিয়া অত্র অঙ্গীকার নামা দলিল লিখাইতে আরম্ভ করিলাম। যেহেতু আমি অত্র দলিলের ১ম পক্ষ মোঃ আবুল কাশেম মো:আ:ছামাদ এর শশুর আপনি অত্র দলিলের দাতা (২য় পক্ষ) এর নিকট হইতে বিগত ইংরেজী ০২/১০/২০১৮ তারিখে শ্রীপুর সাব রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত

আরো পড়ুন : খোলা সাফ কবলা দলিল কিভাবে লিখতে হয় দলিল ফরমেট যেনে নিন

১২৩৭৭ নং এক হেবার ঘোষনা পত্র দলিল দ্বারা ২৪.৫০ শতাংশ জমি হেবার ঘোষনা পত্র দলিল দ্বারা রেজিষ্ট্রি করিয়া নেন। কিন্ত উক্ত ২৪.৫০ শতাংশ মূল্য বাবদ ১,০০,০০০/=(এক লক্ষ) টাকা বাকী রাখিয়া রেজিষ্ট্রি করিয়া নেন। যাহা আমি অত্র চুক্তি পত্রের ১ম পক্ষ আপনি অত্র চুক্তি পত্রের ২য়  পক্ষের বরাবরে  অদ্য তারিখ হইতে ১২(বার) মাসের মধ্যে পরিশোধ করিব। 

ইহাতে আমি অত্র ১ম পক্ষের কোন প্রকার ওজর আপত্তি নাই বা রহিল না। করিলে তাহা সর্বাদালতে বাতিল বলিয়া গন্য হইবে। যদি আমি ১ম পক্ষ উক্ত টাকা আপনি ২য় পক্ষকে বুঝাইয়া না দেই তাহলে আপনি আমার বরাবরে আইনগত ব্যবস্থা নিতে পারিবেন।

আরো পড়ুন : সাফ কবলা দলিল কিভাবে লিখতে হয় দলিল ফরমেট দেখে যেনে নিন

এতদ্বার্থে স্বেচ্ছায় স্বজ্ঞানে অত্র চুক্তিনামা দলিল লিখাইয়া আমরা সকলে সহি সম্পাদন করিয়া দিলাম। ইংরেজী ০২/১০/২০১৮ ইং।

অত্র দলিলের ১ম পক্ষ ০১ জন, ২য় পক্ষ ০১ জন, স্বাক্ষী ০৩ জন।
অত্র দলিলে কাগজ ০৩ ফর্দ

সাক্ষী
১।
২।
৩।

দলিল লিখক
মোঃশামিম মিয়া
সাং- কেওয়া
শ্রীপুর, গাজীপুর।

লেখক এর মতামত

আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক,শ্রীপুর,গাজিপুর।চুক্তি নামা ফরমেট নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।চুক্তি নামা ফরমেটটি আপনারা ফ্রিতে ব্যাবহার করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url