দলিল ফরমেট-খোলা সাফ কবলা দলিল

আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো খোলা সাফ কবলা দলিল ফরমেট নিয়ে।খোলা সাফ কলা লেখা হয় যে দলিল গুলো রেজিষ্ট্রি হয় না সে দলিল গুলোকে খোলা সাফ কবলা দলিল বলে।

দলিল-ফরমেট

খোলা সাফ কবলা দলিল ফরমেট টি দিয়ে আপনাদের কে একটি ধারনা দেওয়া হল খোলা সাফ কবলা দলিল দেখতে কেমন হয়।খোলা সাফ কবলা দলিলের ফরমেট টি আপনাদের কাজে লাগতে পারে।এই দলিল ফরমেট টি দেখে আপনারানিজে দের খোরা সাফ কবলা দলিল লিখতে পারবেন।

পোস্টসূচীপত্র:দলিল ফরমেট-খোলা সাফ কবলা দলিল

বিসমিল্লাহির রাহমানির রাহিম

খোলা সাফ কবলা দলিল ফরমেট

জমির পরিমানঃ ০৭ শতাংশ
মূল্য- ১,৭০,০০০/=(এক লক্ষ সত্তুর হাজার) টাকা
মৌজা ৩ নং গাজীপুর, ইউনিয়ন- গাজীপুর
উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর।

১।দলিল গ্রহিতা/গ্রহিত্রীর নাম, স্বাক্ষর ও ঠিকানা:
নাম : মোছাঃশরিফা খাতুন
স্বামীর নাম : মোঃ জালাল মিয়া
মাতার নাম : মোছাঃ মমিরন বিবি
বয়স/জন্মতারিখ : ধর্ম ইসলাম
পেশা : ব্যবসা জাতীয়তা বাংলাদেশী
জাতীয় পরিচিতি নং : ৬৫৪৩২৭৮৬৫৪
স্থায়ী ঠিকানা : বর্তমান ঠিকানা
সাং ও পোঃ- নিজমাওনা, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর।

১।দলিল দাতা/দাত্রীর নাম, স্বাক্ষর ও ঠিকানা :
নাম : মোঃ আল আমিন
পিতার নাম : মরহুম ইসমাইল হোসেন
মাতার নাম : মরহুমা ছমিরন
বয়স/জন্মতারিখ : ধর্ম ইসলাম
পেশা : ব্যবসা জাতীয়তা : বাংলাদেশী
জাতীয় পরিচিতি নং : ২৩৪৫৬৫৪৩২৮
স্থায়ী ঠিকানা : বর্তমান ঠিকানা
সাং ও পোঃ- নিজমাওনা, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর।

পরম করুনাময় আল্লাহর নাম স্মরণ করিয়া অত্র খোলা সাফ কবলা দলিল লিখা আরম্ভ করিতেছি। যেহেতু সাবেক ঢাকা হালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন গাজীপুর ইউনিয়নের অন্তর্গত ৩নং গাজীপুর মৌজার নিম্ন তফসিল বর্ণিত জমিতে আমি অত্র দলিল দাতা দখল স্বত্বে মালিক হইয়া এযাবৎকাল নির্বিবাদে নিসক্ঠক অবস্থায় শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করিয়া আসিতেছি।

আরো পড়ুন : দলিল ফরমেট-অঙ্গিকার নামা দলিল

বর্তমানে আমি অত্র দলিল দাতার সাংসারিক কাজে নগদ টাকার আবশ্যকতায় নিম্ন তফসিল বর্ণিত জমি ও জমির উপরস্থ ময় বৃক্ষাদীসহ সাফ বিক্রয় করার প্রস্তাব প্রকাশ্যে ঘোষণা করিলে আপনি অত্র দলিল  গ্রহিতা উহা খরিদ করিতে ইচ্ছুক 

ও আগ্রহী হইলে বর্ণিত জমির সর্বোচ্চ ১,৭০,০০০/=(এক লক্ষ সত্তুর হাজার) টাকা নিম্ন লিখিত সাক্ষীগণের মোকাবেলায় আপনার নিকট হইতে নগদ বুঝিয়া পাইয়া ও নিয়া নিম্ন তফসিল বর্ণিত জমি অত্র খোলা সাফ কবলা দলিল দ্বারা আপনার নিকট সাফ বিক্রয় করিয়া অদ্যই বর্ণিত জমির দখল আপনার বরাবরে বুঝাইয়া দিয়া আমার সকল প্রকার মালিকানা স্বত্ব হইতে স্বত্বহীন হইলাম।

আরো পড়ুন : চুক্তি নামা ফরমেট দলিল কিভাবে লিখতে হয়

এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে ও অন্যের বিনা প্ররোচনায় অত্র নিম্ম তফসিল বর্নিত জমি খোলা সাফ কবলা  দলিল লিখাইয়া সম্পাদন করিয়া দিলাম ইতি-বিগত ইংরেজী:-

তফসিল

জেলা- গাজীপুর উপজেলা শ্রীপুর উপজেলাধীন গাজীপুর ইউনিয়নের অন্তর্গত ৩নং গাজীপুর মৌজাস্থিত এস. এ. ১ নং আর. এস. ১ নং খতিয়ান।
১।সাবেক ৭৮১ নং আর. এস. দাগের কাতে বিক্রিত চালা জমি ৫.২৫ শতাংশ, মং পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ, স্থানীয় মাপে তিন গন্ডা জমি মাত্র। যাহার উত্তরে- মাইন উদ্দিন, দক্ষিনে- হাসু মিয়া, পূর্বে- ছোরহাব গং, পশ্চিমে- আব্দুস ছামাদ।অত্র দলিলে কাগজ ০৩ ফর্দ, গ্রহিত্রী ০১ জন, দাতা ০১ জন, সাক্ষী ০৩ জন।অত্র দলিল পাঠ করিয়া ও শুনিয়া আমরা দাতা ও দাত্রীদ্বয় মর্ম অবগত হইলাম। 

ইসাদী:
১।
২।
৩।
দলিল লিখক
মোঃ শামিম মিয়া
শ্রীপুর, গাজীপুর।
শ্রীপুর এস. আর. অফিস

লেখক এর মতাম

আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক,শ্রীপুর,গাজিপুর।খোলা সাফ কবলা দলিল ফরমেট নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।খোলা সাফ কবলা দলিল ফরমেট টি ফ্রিতে ব্যাবহার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url