দলিল কি এবং ভিবিন্ন প্রকার দলিল এর পরিচয় যেনে নিন
দলিল কি জমির মালিকানা প্রমানের গুরুত্ত র্পূন্ন ডকোমেন্ট হচ্ছে দলিল।জমির
মালিক হওয়ার জন্য আমরা ভিবিন্ন দলিল রেজিষ্ট্রি করে থাকি যেমন-
আজকে আমি আপনদে সাথে ভিবিন্ন প্রকার দলিল নিয়ে আরোচনা করবো।এই পোষ্টটি মনোযোগ দিয়ে পরলে ১০০% ভিবিন্ন দলিল সর্ম্পকে বিস্থারিত জানতে পারবেন।
পোস্টসূচীপত্র:দলিল কি এবং ভিবিন্ন প্রকার দলিল এর পরিচয় যেনে নিন
- সাফ কবলা দলিল কি?
- হেবা দলিল কি?
- হেবা ঘোষনা পত্র দলিল কি বাতিল করা যায়?
- বায়না পত্র দলিল কি?
- বায়না পন্ড দলিল কি?
- বেল এওয়াজ হেবা দলিল কি?
- এওয়াজ পরিবর্ত দলিল কি?
- বন্টন দলিল কি?
- পাওয়ার অফ এটর্নি দলিল কি?
- পাওয়ার অফ এটর্নি পন্ড দলিল কি?
- কর্জ নামা দলিল কি?
- দোকান ঘর ভাড়া চুক্তিপত্র দলিল কি?
- মোটরসাইকেল ত্রুয়-বিত্রুয় দলিল কি?
- লেখক এর মাতাম
সাফ কবলা দলিল কি?
জমি দাতা এই সাব কবলা দলিল এর মাধ্যেমে রেজিষ্ট্রি করে দিয়ে জমির মালিকানা চিরতরের জন্য বিলুপ্ত হয়ে দলিল গ্রহিতার উপর অর্পিত হয়।পরবর্তী সময় দলিল গ্রহিতা এই সাব কবলা দলিল মুলে মালিক হয়ে নিজের নামে নাম জারি,ব্যাংক লোন,বেচা বিত্রুয় সহ সব কিছু করতে পারেন।
হেবা দলিল কি?
হেবা শব্দের অর্থ দান।দলিল দাতা কোন দরনের প্রতিধান ছারা যে দলিল টি রেজিষ্ট্রি করে দেন তাকে হেবা ঘোষনা পত্র দলিল বলে।হেবা ঘোষনা পত্র দলিল টি রক্তের সর্ম্পকের ভিতরে হতে হবে।রক্তের সর্ম্পকের বাহিরে হেবা ঘোষনা পত্র দলিল করা যাবে না।ভাই বোন কে হেবা করতে পারে,বোন ভাইকে হেবা করতে পারে,দাদা/দাদী নাতি/নাতনি কে হেবা করতে পারে,মা বাবা কে হেবা করতে পারে,স্বামী স্ত্রী কে হেবা করতে পারে।
হেবা ঘোষনা পত্র দলিল কি বাতিল করা যায়?
দলিলের আইন অনুযায়ী যদি কোন দলের রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে সে দলিল বাতিল করা যায় না। এখন এই ক্ষেত্রে এটা আপনার সাপ কলা তৈরি হতে পারে, হেবা ঘোষণাপত্র দলিল হতে পারে, অন্য যে কোন দলিল হতে পারে, দলিল রেজিস্ট্রি আইন অনুযায়ী যদি যেকোনো দল রেজিষ্ট্রি হয়ে থাকে তাহলে আপনার দলিল বাতিল হয় না।
বায়না পত্র দলিল কি ?
জমি কেনার পূর্বে দাতা এবং গ্রহীতা আংশিক কিছু টাকা দিয়ে যে চুক্তিতে আবদ্ধ হয় তাকে আপনার বায়না পত্র দলিল বলে।এই বায়না পত্র দলিলের মেয়াদ এক মাস দুই মাস ৫ মাস ৬ মাস ১১ মাসও দেওয়া যেতে পারে, বায়না পত্র দলিল রেজিস্ট্রিকৃত হতে হবে,রেজিস্ট্রি আইন অনুযায়ী,এবং জমিদাতা যার সাথে জমি বায়না করছে ওই ব্যক্তি ব্যতীত অন্য কোন জায়গায় জমি বিক্রি করলে বায়না বাতিল করে তারপর জমি বিক্রি করতে হবে।
বায়না পন্ড দলিল কি?
দাতা এবং গ্রহিতা যে বায়না দলিলটি রেজিস্ট্রি করেছিল,পরবর্তী সময় গ্রহীতা যদি ওই সম্পত্তিটা না নিতে চায় তাহলে দাতা এবং গ্রহীতা রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে উভয় পক্ষের সম্মতিতে বায়না পত্র দলিলটা বাতিল করতে হবে।এই দলিলকে বায়না পন্ড দলিল বলে।
বেল এওয়াজ হেবা দলিল কি?
বেল এওয়াজ হেবা দলিল টি আপনার কোন কিছুর বিনিময়ে করা হয় যেরকম আপনার জায়নামাজ, তাবিজ ছড়া, কুরআন শরীফ, ইত্যাদি বিনিময়ে আপনার দলটি করা হয়।
এওয়াজ পরিবর্ত দলিল কি?
এওয়াজ পরিবর্তন দলিলটি করা হয় ক এর জমি খ এর বাড়ির পাশে খ খ এর জমি ক এর বাড়ির পাশে। উভয়পক্ষ নিজেদের সুবিধার্থে একজনের জমি অন্যজনের সাথে রেজিস্ট্রির মাধ্যমে পরিবর্তন করে নেয় এই দলটাকে আপনার এ ওয়াজ পরিবর্তন হলে।
বন্টন দলিল কি?
বন্টন দলীল বাবার মৃত্যুর পর কিংবা মার মৃত্যুর পর ওয়ারিশ রা যে সম্পত্তি পায় ওই সম্পত্তি ওয়ারিশরা নিজেদের মধ্যে রেজিস্ট্রিকৃত যে দলটি করে তাকে আপনার বন্টন দলিল বলা হয়।যেমন: বাবা ১০০ শতাংশ সম্পত্তি রেখে মৃত্যুবরণ করিলে সে সম্পত্তি ওয়ারিশ রা নিজেদের মধ্যে যে বন্টন দলিল করে
আরো পড়ুন : হেবা দলিল খরচ কত যেনে নিন
এটাই হচ্ছে বন্টন দলিল।যৌথভাবে দুইয়ের অধিক একসাথে যদি কেউ সম্পত্তি ক্রয় করে পরবর্তী সময়ে ওই সম্পত্তিটি বন্টন বন্দটন নামা দলিলের মাধ্যমে ভাগ করে নেই।কে কোন দিক দিয়ে জমি নিবে ওইটা আপনার এই বন্টন দলিল উল্লেখ করা থাকে এজন্য আপনার বন্টন নামা দলিল করতে হয়।
পাওয়ার অফ এটর্নি দলিল কি?
পাওয়ার অফ অ্যাটর্নি দলিল টি হচ্ছে আপনি একটি জমি ক্রয় করলেন।এখন আপনি বিদেশ চলে যাবেন বিদেশ চলে যাওয়ার পূর্বে আপনি জমিটি দেখাশোনা করার জন্য অন্য কাউকে দায়িত্ব দিলেন দায়িত্বের মধ্যে আপনার উল্লেখ করা থাকবে যে জমিটি বেচা বিক্রি করতে পারবে।আপনি নিজে জমির মালিক
আরো পড়ুন : সাব কবলা দলিল এর রেজিস্ট্রেশন খরচ কত যেনে নিন
কিন্তু এই জমিটির মালিকানা বেচা বিক্রির ক্ষমতা হস্তান্তর করলেন অন্য আরেকজন ব্যক্তি কে সে চাইলে জমিটি আপনার বিক্রি করতে পারবে কিংবা দেখাশোনা করে রাখতে পারবে যাবতীয় সবকিছু করার ক্ষমতা ওনাকে আপনি দিয়ে দিলেন এটা কে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বলে।
পাওয়ার অফ এটর্নি পন্ড দলিল কি?
পাওয়ার অফিএটর্নি হচ্ছে দাতা এবং গ্রহিতা উভয়পক্ষের মধ্যে যে পাওয়ার
দলিলটি রেজিস্ট্রির মাধ্যমে করা হয়,রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে এ
দলিলটিকে,পরবর্তী সময় যখন পাওয়ার অফ এটনি দলিলটি দাতা এবং গ্রহিতা
উভয়ের সম্মতিতে বাতিল করা হয় সে দলিলটাকে পার অফ এটর্নি পন্ড দলিল
বলে।
কর্জ নামা দলিল কি?
দাতা এবং গ্রহিতা উভয়পক্ষ সম্মতি হয়ে যে টাকা পয়সা লেনদেন করে
এবং এই লেনদেনটি লিখিত থাকে ডকুমেন্ট হিসেবে এতে আপনার উপস্থিত
সাক্ষী গণের সম্মুখে যে টাকা-পয়সা লেনদেন করে এটাকে কর্জ নামা দলিল
বলে।
দোকান ঘর ভাড়া চুক্তিপত্র দলিল কি?
দোকান করে ভাড়া চুক্তি হচ্ছে একজন ব্যক্তির দোকান আছে আর অন্য আরেকজন ব্যক্তি এই দোকানটি ভাড়া নিতে চাই নির্দিষ্ট একটা মেয়েদের মধ্যে যে ডকুমেন্ট লেখা হয় এই ডকুমেন্ট থাকে যিনি আপনার দোকানের মালিক উনি যে নিয়ম কানুন গুলো আপনার দিবে
আরো পড়ুন : ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে মোবাইল দিয়ে করুন
যে সর্ত সাপেক্ষে আপনার দোকানটি ভাড়া দিবে এ শর্তগুলো আপনার এই ডকুমেন্টে
লেখা থাকে এবং উভয় পক্ষ সম্মতিতে এই ডকুমেন্টটি লেখা হয় এটা কে আপনার
দোকান ঘর ভাড়া চুক্তিপত্র দলিল বলে।
মোটরসাইকেল ত্রুয়-বিত্রুয় দলিল কি?
মোটরসাইকেল ক্রয় বিক্রয় দলিল হচ্ছে একজন ব্যক্তির কাছে একটি মোটরসাইকেল
আছে পরবর্তী সময় উনার টাকার প্রয়োজন হওয়াই উনি মোটরসাইকেল বিক্রি করে
দিবে এক্ষেত্রে যার কাছে বিক্রি করবে উনি মোটরসাইকেল কেনার জন্য যে একটা
ডকুমেন্ট লিখে এটাকে মোটরসাইকেল ক্রয় বিক্রয় দলিল বলে।
লেখক এর মাতাম
আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্র অফিসের দলিল লেখক শ্রীপুর,গাজিপুর।ভিবিন্ন প্রকার দলিল নিয়ে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।ভিবিন্ন ধরনের দলিল সর্ম্পকে সকলেরই ধারনা থাকা দরকার তাই বেশি বেশি করে সেয়ার অন্যদের কে জনার সুযোগকরে দিন।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url