ভ্রম সংশোধন দলিল নমুনা দেখে যেনে নিন

দলিলে দাগ খতিয়ন ভুল হলে সংশোধন দলিল করতে হয়।আজকে আমি ভ্রম সংশোধন দলিল নমুনা নিয়ে আলোচনা করবো।আপনাদের যাদের দলিলে দাগ খতিয়ান ভুল আছে তারা দেখে নিতে পারেন ভ্রম সংশোধন দলিল নমুনা কেমন হয়।

ভ্রম-সংশোধন-দলিল-নমুনা

সংশোধন দলিল চাইলে গ্রহিতা একা করতে পারবে না।সাব-রেজিষ্ট্রি অফিসে উপস্থিত হয়ে দাতা এবং গ্রহিতা উবয় কে দলিলে স্বাক্ষর করতে হবে।নিচে ভ্রম সংশোধন দলিল নমুনা দেওয়া হল।

পোস্টসূচীপত্র:ভ্রম সংশোধন দলিল নমুনা দেখে যেনে নিন

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ভ্রম সংশোধন দলিল নমুনা

মৌজা- ৪৩নং শ্রীপুর
শ্রীপুর, গাজীপুর।

১।দলিলের ১ম পক্ষ (গ্রহিতা/গ্রহিত্রী) এর নাম ও স্বাক্ষরঃ (আদালত,সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়):
নাম : মোঃ আকরাম
পিতার নাম : মরহুম হারেছ আলী
মাতার নাম : মরহুমা হাকিমন নেছা
বয়স/জন্মতারিখ : ২৬/০৯/১৯৭৫ইং ধর্ম ইসলাম
পেশা : ব্যবসা জাতীয়তা -বাংলাদেশী
জাতীয় পরিচিতি নং : ৪৫৬৭৮৬৫৪৩৪
স্থায়ী ঠিকানা:
সাং- ধলা, ইউনিয়ন- বালীপাড়া, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ।

২।দলিলের ১ম পক্ষ (গ্রহিতা/গ্রহিত্রী) এর নাম ও স্বাক্ষরঃ (আদালত, সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়) :নাম : মোঃ আলমাছ
পিতার নাম : মরহুম রুছমত আলী
মাতার নাম : মরহুমা জায়েদা খাতুন
বয়স/জন্মতারিখ : ২০/০৮/১৯৬৭ইং ধর্ম -ইসলাম
পেশা :ব্যবসা জাতীয়তা -বাংলাদেশী
জাতীয় পরিচিতি নং : ৫৬৭৫৬৪৫৬৬৭৫
স্থায়ী ঠিকানা :
সাং- ধলা, ইউনিয়ন- বালীপাড়া, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ।
৩।দলিলের ১ম পক্ষ (গ্রহিতা/গ্রহিত্রী) এর নাম ও স্বাক্ষরঃ (আদালত, সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়):নাম : মোঃ আতিক হাসান
পিতার নাম : মোঃ আফাজ উদ্দিন ফকির
মাতার নাম :মোছাঃ জেলেকা খাতুন
বয়স/জন্মতারিখ : ০১/০১/১৯৬৮ইং ধর্ম -ইসলাম
পেশা :ব্যবসা জাতীয়তা -বাংলাদেশী
ব্যাক্তিগত পরিচিতি নং :৬৭৫৬৭৮৫৬৪৫৬
স্থায়ী ঠিকানা:
সাং- চারিপাড়া, ইউনিয়ন- বাড়বাড়ীয়া, থানা- গফরগাঁও, জেলা- ময়মনসিংহ।

৪।দলিলের ১ম পক্ষ (গ্রহিতা/গ্রহিত্রী) এর নাম ও স্বাক্ষরঃ (আদালত, সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়):
নাম : মোঃ ষালাম
পিতার নাম:মোঃ আফাজ উদ্দিন ফকির
মাতার নাম : মোছাঃ জেলেকা খাতুন
বয়স/জন্মতারিখ : ১৬/০৪/১৯৭৪ইং ধর্ম -ইসলাম
পেশা :ব্যবসা জাতীয়তা -বাংলাদেশী
জাতীয় পরিচিতি নং : ৬১১২২৬৭৫৬৭৮৫
স্থায়ী ঠিকানা :
সাং- চারিপাড়া, ইউনিয়ন- বাড়বাড়ীয়া, থানা- গফরগাঁও, জেলা- ময়মনসিংহ।
৫।দলিলের ১ম পক্ষ (গ্রহিতা/গ্রহিত্রী) এর নাম ও স্বাক্ষরঃ (আদালত, সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়) :
নাম : মোঃ আজিজ
পিতার নাম : মোঃ আফাজ উদ্দিন ফকির
মাতার নাম:মোছাঃ জেলেকা খাতুন
বয়স/জন্মতারিখ : ২৮/০২/১৯৮৬ইং ধর্ম ইসলাম
পেশা : ব্যবসা জাতীয়তা -বাংলাদেশী
জাতীয় পরিচিতি নং :৫৬৭৪৫৬৭৮৪৫৭
স্থায়ী ঠিকানা:
সাং- চারিপাড়া, ইউনিয়ন- বাড়বাড়ীয়া, থানা- গফরগাঁও, জেলা- ময়মনসিংহ।

১।দলিলের ২য় পক্ষ (দাতা/দাত্রী) এর নাম ও স্বাক্ষরঃ (আদালত, সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়) :
নাম: মোঃ মোস্তাক
পিতার নাম : মরহুম চাঁন মিয়া
মাতার না: আমেনা খাতুন
বয়স/জন্মতারিখ:-ধর্ম-ইসলাম
পেশা :ব্যবসা জাতীয়তা-বাংলাদেশী
জাতীয় পরিচিতি নং:
স্থায়ী ঠিকানা:
সাং- ভাংনাহাটি, পৌরসভা ও উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর।
২।দলিলের ২য় পক্ষ (দাতা/দাত্রী) এর নাম ও স্বাক্ষরঃ (আদালত, সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়) :
নাম:মোঃ নূরুজামান
পিতার নাম :মরহুম ই্উনুছ আলী
মাতার নাম :মরহুমা মমিনা খাতুন
বয়স/জন্মতারিখ:-ধর্ম -ইসলাম
পেশা :ব্যবসা জাতীয়তা-বাংলাদেশী
জাতীয় পরিচিতি নং:
স্থায়ী ঠিকানা:
৫৮৩ কাজী পাড়া, থানা- কাফরুল, জেলা- ঢাকা।

পরম করুনাময় আল্লাহর নাম স্মরণ করিয়া ভ্রমঃ সংশোধন নামা দলিল লিখা আরম্ভ করিতেছি।যাহা সাবেক ঢাকা হালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন ৪৩নং শ্রীপুর মৌজাস্থিত নিন্ম তফসিল বর্ণিত জোত জমিতে ভাংনাহাটী গ্রাম নিবাসী মরহুম আছান আলী ঔরষজাত পুত্র আব্দুল রহমান পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক হইয়া 

আরো পড়ুন : বায়না নামা দলিল ফরমেট দেখে যেনে নিন

বিগত এস. এ. ৬৯৪নং আর. এস. ৩৯৭নং খতিয়ানে তাহার নিজ নাম শুদ্ধভাবে রেকর্ডভুক্ত করাইয়া মালিক স্বত্বাধীকার ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় মৃত্যূবরণ করিলে তাহার ত্যাজ্যবিত্ত সম্পত্তিতে তাহার পুত্র জামান অর্থাৎ আমি অত্র দলিলের ২য় পক্ষ মোস্তাক এর 

পিতা পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক হইয়া বিগত ইংরেজী ০২/১২/২০০৭ তারিখে সহকারী কমিশনার ভুমি শ্রীপুর গাজীপুরের ৩২০১/০৭-০৮ নং নথির আদেশ মতে স্থানীয় তহসিল অফিসে ৫৬২৫নং জোতে আগত খারিজ করাইয়া ভোগ দখলকার নিয়ত হন।

ইহাছাড়া উক্ত জামান বিগত ইংরেজী ২৫/০৬/২০০০ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ৫৭২৮নং বেলএওয়াজ হেবা নামা দলিল দ্বারা করিম হোসেন ও নাজমা খাতুন এর বরাবরে হেবা করিয়া দিলে তাহার হেবা সুত্রে মালিক হইয়া বিগত ইংরেজী ১১/০৪/২০০৫ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ৩২১২নং সাফ কবলা দলিল দ্বারা আমি অত্র দলিলের ২য় পক্ষ নূরুজামান এর বরাবরে সাফ বিক্রয় করেন।

আরো পড়ুন : বায়না চুক্তিপত্র বাতিল দলিল ফরমেট

এবং উক্ত রেকর্ডীয় মালিক আব্দুল রহমান বিগত ইংরেজী ২৪/১০/১৯৭২ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ১০৪৬০নং এক সাফ কবলা দলিল দ্বারা ২৮ শতাংশ জমি তাহার পুত্র জামান এর বরাবরে সাফ বিক্রয় করিলে তিনি খরিদ সুত্রে মালিক হইয়া 

বিগত ইংরেজী ২৬/০১/১৯৯৭ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ৮০৯নং সাফ কবলা দলিল দ্বারা ১৯.২৫ শতাংশ জমি নাছিমা এর বরাবরে সাফ বিক্রয় করিলে তিনি খরিদ সুত্রে মালিক হইয়া বিগত ইংরেজী ২৬/০৫/২০০৩ তারিখে শ্রীপুর সবা-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ৪২৬৪নং সাফ কবলা দলিল 

দ্বারা ১০.৫০ শতাংশ জমি আমি অত্র দলিলের ২য় পক্ষ মোঃ নূরুজামান এর বরাবরে সাফ বিক্রয় করিলে আমি তাহাতে খরিদ সুত্রে মালিক দখলকার নিয়ত হই। এবং জামান গং বিগত ইংরেজী ২০/০৭/২০০৩ তারিখে শ্রীপুর সবা-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ৬২৫৬নং সাফ কবলা দলিল দ্বারা আমি অত্র দলিলের ২য় পক্ষ নূরুজামান এর বরাবরে সাফ বিক্রয় করেন।

উপরোক্ত বর্ণনা মতে আমি অত্র দলিলের ২য় পক্ষ মোঃ নূরুজামান ভিন্ন ভিন্ন দলিল মুলে খরিদ সুত্রে মালিক হইয়া বিগত ইংরেজী ২৩/১০/২০০৩ তারিখে সহকারী কমিশনার ভুমি শ্রীপুর গাজীপুরের ৬২৯/০৩-০৪ নং নথির আদেশ মতে স্থানীয় তহসিল অফিসে ৩৬৬৬নং জোতে ও বিগত ইংরেজী ২২/০৬/২০০৬ তারিখে সহকারী কমিশনার 

আরো পড়ুন : দলিল ফরমেট-সাফ কবলা দলিল কেমন যেনে নিন

ভুমি শ্রীপুর গাজীপুরের ৫৫৫৮/০৫-০৬ নং নথির আদেশ মতে স্থানীয় তহসিল অফিসে ৪০০৫ নং জোতে আগত খারিজ করাইয়া এযাবৎকাল নির্বিবাদে ও নিষ্কন্টক অবস্থায় ভোগ দখল করিয়া আসিতে থাকাবস্থায় আমি অত্র দলিলের ২য় পক্ষের মোস্তাক পিতা জামান ও আমি ২য় পক্ষের মোঃ নূরুজামান যৌথ ভাবে বিগত ইংরেজী ১২/০৮/২০০৮ তারিখে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে 

রেজিষ্ট্রিকৃত ৮৯৭৫নং সাফ কবলা দলিল দ্বারা নিম্ন তফসিল বর্ণিত জমি আপনারা অত্র দলিলের ১ম পক্ষগন (গ্রহিতা) এর বরাবরে হস্তান্তর করিয়াছিলাম। যাহা ১নং বহির ২৫২নং বলিয়ামের ২২নং পৃষ্ঠা হইতে ২৯নং পৃষ্ঠায় লিপিবদ্ধ হইয়াছে। উক্ত দলিলে বিভিন্ন খারিজী জোতে দাগ নম্বর ভুল হওয়ার কারণে আপনারা 

১ম পক্ষগনের খরিদা জমির দাগ নং ও দখল পজিশন অনুযায়ী জমির পরিমান ভুল হওয়ায় আমি ২য় পক্ষ মোঃ নূরুজামান পুনরায় বিগত ইংরেজী ০৭/০১/২০০৯ তারিখে ২২০/০৮-০৯নং নথি মুলে ৫৮১৩নং জোতে আগত খারিজ করাইয়া আমরা ২য় পক্ষগন নিম্ন (খ) তফসিল দ্বারা আপনারা 

১ম পক্ষগনের বরাবরে সংশোধন করিয়া দিলাম। অদ্য হইতে সংশোধিত তফসিলের বিবরণ ও বর্ণনানুযায়ী আপনারা ও আপনাদের ভবিষ্যত উত্তরাধিকারীগণক্রমে উল্লেখিত দলিলের বর্ণিত জমির পরিপুর্ণ মালিক স্বত্বাধিকার হিসাবে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী যদৃচ্ছাকার্য সম্পাদনক্রমে পরম সূখে ভোগ তছরূপ করিতে পারিবেন। 

ইহাতে আমরা ২য় পক্ষগন কিংবা আমাদের ভাবী ওয়ারিশানগণের কাহারও কোন প্রকার ওজর আপত্তি নাই বা রহিল না। ভবিষ্যতে কেহ দাবী দাওয়া করিলে তাহা সর্বমহলে ও সর্বাদালতে অগ্রাহ্য ও বাতিল বলিয়া গণ্য হইবে। প্রকাশ থাকে যে, অত্র ভ্রম সংশোধন নামা দলিল উক্ত ৮৯৭৫নং সাফ কবলা দলিলের একাংশ বলিয়া গণ্য হইবে।

আরো পড়ুন : অপ্রত্যাহার যোগ্য আম-মোক্তার নামা দলিল

এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে ও অন্যের বিনা প্ররোচনায় অত্র ভ্রম সংশোধন নামা দলিল লিখাইয়া সহি সম্পাদন করিয়া দিলাম। ইতি বাংলা ১৪২৪ সালের

ক নং তফসিল

যাহা ভুল লিপিবদ্ধ হইয়াছে।
জেলা- গাজীপুর, উপজেলা ও সাব-রেজিষ্ট্রি অফিস শ্রীপুর অধীন ৪৩নং শ্রীপুর মৌজাস্থিত এস. এ. ৬৯৪(ছয়শত চুরানব্বই)নং আর. এস. ৩৯৭(তিনশত সাতানব্বই) নং খতিয়ানে ৫৬২৫, ৪০০৫ ও ৩৬৬৬নং জোতভুক্ত।
দাগ নম্বর :

৫৬২৫নং জোতে-
১।সাবেক ১৭১০/২০৬৬(এক হাজার সাতশত দশ এর বাট্টা দুই হাজার ছিষট্টি)নং আর. এস. ১৪৫(একশত পঁয়তাল্লিশ)নং দাগে খারিজকৃত জমি ৫.৫০ শতাংশ, ইহার কাতে বিক্রিত জমি --০২ শতাংশ।

২।সাবেক ১৭৩৫(এক হাজার সাতশত পঁয়ত্রিশ) নং আর. এস. ১৪৬(একশত ছিচল্লিশ) নং দাগে খারিজকৃত জমি ০৫ শতাংশ, ইহার কাতে বিক্রিত জমি --০২ শতাংশ।

৪০০৫ নং জোতে-
৩।সাবেক ১৭৩৫(এক হাজার সাতশত পঁয়ত্রিশ) নং আর. এস. ১৪৬(একশত ছিচল্লিশ) নং দাগে খারিজকৃত ও বিক্রিত জমি --০৫.২৫ শতাংশ।

৩৬৬৬নং জোতে-
৪।সাবেক ১৭১০/২০৬৬(এক হাজার সাতশত দশ এর বাট্টা দুই হাজার ছিষট্টি)নং আর. এস. ১৪৫(একশত পঁয়তাল্লিশ)নং দাগে খারিজকৃত জমি ৩২.৩৭ শতাংশ, ইহার কাতে বিক্রিত জমি --৮.৭৫ শতাংশ।
মোট বিক্রিত জমি ১৮ শতাংশ।
মং আঠার শতাংশ জমি মাত্র।
সম্পত্তির চৌহদ্দির বিবরণ
উত্তরে- দাতাপ নিজ,দক্ষিনে-দাতা নিজ
পুর্বে-দাতা নিজ,পশ্চিমে-দাতা নিজ

খ নং তফসিল

যাহা সংশোধন করা হইয়াছে।
জেলা- গাজীপুর উপজেলা ও সাব-রেজিষ্ট্রি অফিস শ্রীপুর অধীন ৪৩নং শ্রীপুর মৌজাস্থিত এস. এ. ৬৯৪(ছয়শত চুরানব্বই)নং আর. এস. ৩৯৭(তিনশত সাতানব্বই)নং খতিয়ানে ৫৮১৩ ও ৫৬২৫নং জোতভুক্ত।
মোঃ মোস্তাক পিতা জাফর ৫৬২৫নং জোতে -

১। সাবেক ১৭১০/২০৬৬(এক হাজার সাতশত দশ এর বাট্টা দুই হাজার ছিষট্টি)নং আর. এস. ১৪৫(একশত পঁয়তাল্লিশ)নং দাগে খারিজকৃত চালা জমি ৫.২৫ শতাংশ, ইহার কাতে মোস্তফা এর সংশোধনকৃত জমি --৪.০০ শতাংশ।
মোঃ নূরুজামানএর ৫৮১৩নং জোতে -
২। সাবেক ১৭৩৫(এক হাজার সাতশত পঁয়ত্রিশ)নং আর. এস. ১৪৫(একশত পঁয়তাল্লিশ)নং দাগে খারিজকৃত চালা জমি ২১.৮৭ শতাংশ, ইহার কাতে মোঃ নুরুল ইসলাম এর সংশোধনকৃত জমি ---১২.০০ শতাংশ।
৩। সাবেক ১৭১০/২০৬৬(এক হাজার সাতশত দশ এর বাট্টা দুই হাজার ছিষট্টি)নং আর. এস. ১৪৫(একশত পঁয়তাল্লিশ)নং দাগে মোঃ নূরুজামান এর খারিজকৃত ও সংশোধনকৃত চালা জমি --২.০০ শতাংশ।
মোট সংশোধনকৃত জমি ১৮ শতাংশ।
মং আঠার শতাংশ জমি মাত্র।
সম্পত্তির চৌহদ্দির বিবরণ:
উত্তরে-দাতা নিজ,দক্ষিনে-দাতা নিজ
পুর্বে-দাতা নিজ,পশ্চিমে-দাতা-নিজ।

আরো পড়ুন : অছিয়তনামা দলিলের নমুনা যেনে নিন

অত্র দলিলে কাগজ হলফসহ ০৭ ফর্দ, ১ম পক্ষ ০৫জন, ২য় পক্ষ ০২ জন, সাক্ষী ৩ জন।
অত্র দলিল পাঠ করিয়া ও শুনিয়া মর্ম অবগত হইলাম।
মোসাবিদাকারক ও কম্পোজকারক
মোঃশামিম মিয়া
কম্পিউটার সেন্টার
শ্রীপুর এস. আর. অফিস সংলগ্ন
শ্রীপুর, গাজীপুর।
শ্রীপুর, গাজীপুর।
ইসাদী:
১।
২।
৩।

হলফ নামা

(রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৪২নং আদেশ, ১৯০৮ সনের রেজিষ্ট্রেশন আইনের ঝবপঃরড়হ ৫২অ(ম)
এবং ১৮৮২ সনের সম্পত্তি হস্তান্তর আইনের ঝবপঃরড়হ ৫৩ঊ অনুসারে প্রদত্ত হলফ নামা)
বরাবর, সাব-রেজিষ্ট্রার, শ্রীপুর, গাজীপুর
হলফকারী/হলফকারীগনের নাম, পিতার নাম, ঠিকানা ও বয়সঃ-

(১)মোঃ---, জন্মতারিখ- ---ইং, পিতা- মোঃ ---- ২। মোঃ ---, জন্মতারিখ- --- ইং, পিতা----, সাং- বাঁশবাড়ী, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর, এই মর্মে ঘোষনাপূর্বক হলফনামা প্রদান করিতেছি যে, আমি/আমরা বাংলাদেশের (বা প্রযোজ্য ক্ষেত্রে অন্য দেশের নাগরিক হইলে উক্ত দেশের নাম) নাগরিক।
আমি/আমরা ঘোষনা করিতেছি যে,

(ক)হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ ১৯৭২(১৯৭২ সনের পি. ও নং ৮) এর অধীন ক্রোকের আওতাধীন নহে।
(খ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও নিষ্পত্তি) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের পি. ও নং ১৬) এর অর্থানুযায়ী পরিত্যাক্ত সম্পত্তি নহে।
(গ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তি আপাততঃ বলবৎ কোন আইনের অধীন সরকারে বর্তায় নাই, বা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয়নাই।
(ঘ) প্রস্তাবিত হস্তান্তর আপাততঃ বলবৎ অন্য কোন আইনের কোন বিধানের সহিত সাংঘর্ষিক নহে।
(ঙ) প্রস্তাবিত হস্তান্তর বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং (লিমিটেড) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের পি. ও নং ৯৮) এর অনুচ্ছেদ ৫ এ অনুযায়ী বাতিলযোগ্য নহে। এবং
(চ) হস্তান্তরের জন্য প্রস্তাবিত স্থাবর সম্পত্তির বিবরণ সঠিকভাবে বর্ণিত হইয়াছে এবং উহা অবমূল্য করা হয় নাই এবং উল্লিখিত সম্পত্তি হস্তান্তরকরণে আবেদনকারীর বৈধ অধিকার রহিয়াছে।

লেখক এর মতামত

আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্র অফিসের দলিল লেখক শ্রীপুর,গাজিপুর।ভ্রম সংশোধন দলিল নমুনা দেখে নিন।যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।ভ্রম সংশোধন দলিল নমুনা আপনারা ফ্রিতে ব্যাবহার করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url