সম্পত্তি বন্টন মাতার এবং কন্যার সম্পত্তি কে কতটুকু পাবে

সম্পত্তি বন্টন মুসলিম আইনে মায়ের সম্পত্তি বন্টন কন্যা এবং মায়ের সম্পত্তি কে কত টুকু পাবে,মুসলিম আইনে সম্পত্তির বন্টন নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচ না করবো।

সম্পত্তি-বন্টন

মুসলিম আইনে সম্পত্তির বন্টন মাতার এবং কন্যার সম্পত্তি কে কত টুকু পাবে মুসলিম আইন অনুযাই।মাতার সম্পত্তি এবং কন্যার সম্পত্তি নিয়ে আলোচনা করা হয়েছে এই পোষ্টটি মনোযোগ দিয়ে পরলে সম্পত্তি বন্টন সর্ম্পকে সঠিক ধারনা পাবেন।

পোস্টসূচীপত্র:সম্পত্তি বন্টন মাতার এবং কন্যার সম্পত্তি কে কতটুকু পাবে

মাতার সম্পত্তি কে কতটুকু পাবে?

মৃতের মাতার অবস্থা ২টি

ক)মৃতের মাতা নির্দিষ্ট ১/৬ অংশ।
খ)মৃতের মাতা নির্দিষ্ট ১/৩ অংশ।
নোটঃ-মাতা কাহারো দ্বারা বঞ্চিত হবে না।মাতা অবশিষ্টভোগী হয় না।
ক) মৃতের মাতা ১/৬ অংশ পাবে কখন?সাধারণতঃ মৃতের সন্তান-সন্ততি থাকলে;মৃতের মাতা সমস্ত সম্পত্তির ১/৬ অংশ পাবে।

উদাহরণঃ

ওয়ারিশ-সম্পত্তি-বন্টন

এমতাবস্থায় মৃতের মাতা সমস্ত সম্পত্তির ১/৬ অংশ পাবে।স্ত্রী সমস্ত সম্পত্তির ১/৮ অংশ পাবে।বাবা ১/৬ অংশ পাবে।অবশিষ্ট সম্পত্তি মৃতের পুত্র-কন্যাগন পাবে।

সূত্র:-মৃতের এক পুত্র, এক কন্যার দ্বিগুণ সম্পত্তি পাবে।

ধরি,

মৃতের মোট সম্পত্তি ৪৮ শতাংশ।
মৃতের পিতা পাবে ৪৮ এর ১/৬ অংশ= ৮ শতাংশ।
মৃতের মাতা পাবে ৪৮ এর ১/৬ অংশ= ৮ শতাংশ।
মৃতের স্ত্রী পাবে ৪৮ এর ১/৮ অংশ=৬ শতাংশ।
= ২২ শতাংশ।

আরো পড়ুন : ওয়ারিশ সম্পত্তি বন্টন দাদার দাদীর সম্পত্তি কে কতটুকু পাবে

অবশিষ্ট থাকে(৪৮-২২)= ২৬ শতাংশ।
মৃতের পুত্র পাবে ২৬ এর ২/৩ অংশ= ১৭.৩৩ শতাংশ।
মৃতের কন্যা পাবে ২৬ এর ১/৩ অংশ= ৮.৬৬ শতাংশ।

ক)মৃতের মাতা ১/৩ অংশ পাবে কখন?

খ)২টি শর্তে মৃত ব্যক্তির মাতা ১/৩ অংশ সম্পত্তি পাবে

১)মৃত ব্যক্তি নিঃসন্তান হলে।
২)মৃত ব্যক্তির একাধিক ভাই অথবা বোন না থাকলে।

বিঃদ্রঃ-মৃতের পিতা এবং স্বামী/স্ত্রী একত্রে বেঁচে থাকলে;-স্ত্রী/স্বামীকে তাদের অংশ দেওয়ার পরে যা থাকবে সেখানে হতে মৃতের মাতার ১/৩ অংশ পাবে।
আর স্ত্রী/স্বামী অথবা পিতা এদের একজন বেঁচে থাকলে অথবা এদের কেউ বেঁচে না থাকলে,মৃতের মাতা সমস্ত সম্পত্তির ১/৩ অংশ পাবে।

উদাহরণঃ

সম্পত্তি-বন্টন

এমতাবস্থায় স্ত্রী সমস্ত সম্পত্তির ১/৪ অংশ পাবে।স্ত্রীকে তার অংশ দেওয়ার পরে যা থাকবে সেখানে হতে মৃতের মাতা ১/৩ অংশ পাবে।বাবা ১/৬ অংশ+ অবশিষ্ট সম্পত্তি পাবে।

ধরি,
মৃতের মোট সম্পত্তি ৪৮ শতাংশ।
মৃতের পিতা পাবে ৪৮ এর ১/৬ অংশ= ৮ শতাংশ।
মৃতের স্ত্রী পাবে ৪৮ এর ১/৪ অংশ= ১২ শতাংশ।
স্ত্রীকে দেওয়ার পর থাকে(৪৮-১২)= ৩৬ শতাংশ।
মৃতের মাতা পাবে ৩৬ এর ১/৩ অংশ= ১২ শতাংশ।
নির্দিষ্টভোগীগণ মোট পায়(৮+ ১২+ ১২)= ৩২ শতাংশ।
অবশিষ্ট থাকে(৪৮-৩২)= ১৬ শতাংশ।
অবশিষ্ট ১৬ শতাংশ পিতা পাবে।
পিতা মোট পায়(৮+ ১৬)= ২৪ শতাংশ।

কন্যার সম্পত্তি কে কতটুকু পাবে?

মৃতের কন্যার অবস্থা ৩টি

ক)কন্যা,পুত্রের সাথে অবশিষ্টভোগী।
খ)কন্যা নির্দিষ্ট ১/২ অংশ।
গ)কন্যা নির্দিষ্ট ২/৩ অংশ।

ক) কন্যা,পুত্রের সাথে অবশিষ্টভোগী কখন হবে?

মৃতের পুত্রের সাথে কন্যা থাকিলে,পুত্র কন্যাকে অবশিষ্টভোগী করে নিবে।এক পুত্র এক কন্যার দ্বিগুণ পাবে।
উদাহরণঃ

সম্পত্তি-বন্টন

এমতাবস্থায় মৃতের স্ত্রী সমস্ত সম্পত্তির ১/৮ অংশ পাবে।বাবা ১/৬ অংশ পাবে।অবশিষ্ট সম্পত্তি মৃতের পুত্র-কন্যাগণ পাবে। মৃতের পুত্র মৃতের কন্যাকে অবশিষ্টভোগী বানাবে।মৃতের ভাই-বোন পুত্র দ্বারা বঞ্চিত হবে।

মৃতের পুত্র,
মৃতের কন্যাদেরকে অবশিষ্টভোগী করে নেয়।
সূত্রঃ-মৃতের এক পুত্র, এক কন্যার দ্বিগুণ সম্পত্তি পাবে।
ধরি, মৃতের মোট সম্পত্তি ৪৮ শতাংশ।
মৃতের পিতা পাবে ৪৮ এর ১/৬ অংশ=৮ শতাংশ।
মৃতের স্ত্রী পাবে ৪৮ এর ১/৮ অংশ=৬ শতাংশ।
= ১৪ শতাংশ।

আরো পড়ুন : আর এস খতিয়ান যাচাই করে নিন

অবশিষ্ট থাকে(৪৮-১৪)= ৩৪ শতাংশ।
মৃতের পুত্র পাবে ৩৪ এর ২/৩ অংশ=২২.৬৭ শতাংশ।
মৃতের কন্যা পাবে ৩৪ এর ১/৩ অংশ=১১.৩৩ শতাংশ।

খ)কন্যা কখন ১/২ অংশ পাবে?

মৃতের যদি পুত্র না থাকে,যদি শুধু একজন কন্যা থাকে;ঐ এক কন্যা মৃতের সমস্ত সম্পত্তি হতে ১/২ অংশ(অর্ধেক) সম্পত্তি পাবে।
উদাহরণঃ

সম্পত্তি-বন্টন

এমতাবস্থায় মৃতের স্ত্রী সমস্ত সম্পত্তির ১/৮ অংশ পাবে।বাবা ১/৬ অংশ পাবে। মৃতের ১ কন্যা সমস্ত সম্পত্তি হতে ১/২ অংশ (অর্ধেক) সম্পত্তি পাবে।
১ম শ্রেণীর অবশিষ্টবোগী (পুত্র, পুত্রের পুত্র) না থাকায় মৃতের পিতা ২য় শ্রেণীর অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তি ও পাবেন। মৃতের ভাই-বোন পিতা দ্বারা বঞ্চিত হবে।

ধরি,
মৃতের মোট সম্পত্তি ৯৬ শতাংশ।
মৃতের পিতা পাবে ৯৬ এর ১/৬ অংশ= ১৬ শতাংশ।
মৃতের স্ত্রী পাবে ৯৬ এর ১/৮ অংশ= ১২ শতাংশ।
মৃতের কন্যা পাবে ৯৬ এর ১/২ অংশ= ৪৮ শতাংশ।
= ৭৬ শতাংশ।
অবশিষ্ট থাকে(৯৬-৭৬)=২০ শতাংশ।
পিতা মোট পাবে (১৬+২০)=৩৬ শতাংশ।
গ) কন্যা কখন ২/৩ অংশ পাবে?
মৃতের যদি পুত্র না থাকে,যদি শুধু একাধিক কন্যা থাকে; ঐ একাধিক কন্যাগণ মৃতের সমস্ত সম্পত্তি হতে ২/৩ অংশ সম্পত্তি পাবে।
উদাহরণঃ

সম্পত্তি-বন্টন
এমতাবস্থায় মৃতের স্ত্রী সমস্ত সম্পত্তির ১/৮ অংশ পাবে। বাবা ১/৬ অংশ পাবে।মৃতের একাধিক কন্যাগণ সমস্ত সম্পত্তি হতে ২/৩ অংশ সম্পত্তি পাবে।

১ম শ্রেণীর অবশিষ্টভোগী (পুত্র, পুত্রের পুত্র) না থাকায় মৃতের পিতা ২য় শ্রেণীর অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তি ও পাবেন। মৃতের ভাই-বোন, পিতা দ্বারা বঞ্চিত হবে।

ধরি, 
মৃতের মোট সম্পত্তি ৯৬ শতাংশ।
মৃতের পিতা পাবে ৯৬ এর ১/৬ অংশ= ১৬ শতাংশ।
মৃতের স্ত্রী পাবে ৯৬ এর ১/৮ অংশ= ১২ শতাংশ।
মৃতের ২ কন্যা পাবে ৯৬ এর ২/৩ অংশ = ৬৪ শতাংশ।
= ৯২ শতাংশ।

আরো পড়ুন : ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে মোবাইল দিয়ে করুন

প্রতি কন্যার সমান হারে ৩৪ শতাংশ করে সম্পত্তি পাবে।
অবশিষ্ট থাকে (৯৬-৯২)=৪ শতাংশ।
পিতা মোট পাবে (১৬+৪)=২০ শতাংশ।

লেখক এর মতামত

আমি(শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক শ্রীপুর,গাজিপুর।সম্পত্তি বন্টন মাতার এবং কন্যার সম্পত্তি কে কতটুকু পাবে জানতে পারবেন উপরের পোষ্টটি মনোযোগ দিয়ে পরলে,আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url