ওয়ারিশ সম্পত্তি বন্টন দাদার দাদীর সম্পত্তি কে কতটুকু পাবে

ওয়ারিশ সম্পত্তি বন্টন সর্ম্পকে সকল মুসলিমদের ধারনা থাকা দরকার।সম্পত্তির বন্টন দাদার দাদীর নানা নানীর সম্পত্তি মুসলিম আইনে অনুযাই সম্পত্তির বন্টন করলে কে কতটুকু সম্পত্তি পাবে।এই পোষ্টটি মনোযোগদিয়ে পরলে

ওয়ারিশ-সম্পত্তি-বন্টন

১০০% জানতে পারবেন।মুসলিম আইনে সম্পত্তির বন্টন নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো দাদার দাদীর নানার নানীর সম্পত্তি কিভাবে বন্টন করা হয় এবং মুসলিম আইনে সম্পত্তির বন্টনে কে কতটুকু সম্পত্তি পাই।

পোস্টসূচীপত্র:ওয়ারিশ সম্পত্তি বন্টন দাদার দাদীর সম্পত্তি কে কতটুকু পাবে

দাদার সম্পত্তি কে কতটুকু পাবে

মৃতের পিতা বেঁচে থাকলে মৃতের দাদা বঞ্চিত হবে।মৃতের পিতা বেঁচে না থাকলে মৃতের দাদা মৃতের পিতার ন্যায় সম্পত্তি পাবে।

ক)দাদা নির্দিষ্টভোগী ১/৬ অংশ কখন হবে?

মৃতের পিতা বেঁচে না থাকলে,মৃতের পুত্র বা পুত্রের সন্তান থাকলে,মৃতের দাদা সমস্ত সম্পত্তির ১/৬ অংশ ভাবে।
উদাহরণ:

ওয়ারিশ-সম্পত্তি-বন্টন
এমতাবস্থায় মৃতের দাদা সমস্ত সম্পত্তির ১/৬ অংশ পাবে।এবং অবশিষ্ট সম্পত্তি মৃতের পত্র-কন্যাগণ পাবে।মৃতের ভাই-বোন পুত্র এবং দাদার দ্বারা বঞ্চিত হবে।

আরো পড়ুন : আর এস খতিয়ান যাচাই করে নিন

ধরি,

  • মৃতের মোট সম্পত্তি ২৪ শতাংশ।
  • মৃতের দাদা পাবে ২৪ এর ১/৬ অংশ= ৪ শতাংশ।
  • অবশিষ্ট থাকে(২৪-৪)=২০ শতাংশ।
  • মৃতের পুত্র পাবে ২০ এর ১/৩ অংশ=১৩.৩৩ শতাংশ।
  • মৃতের কন্যা পাবে ২০ এর ২/৩ অংশ=৬.৬৬ শতাংশ।

খ)দাদা নির্দিষ্টভোগী ১/৬ অংশ+ অবশিষ্টাংশ পাবার অবস্থাঃ

যখন মৃতের পিতা বেঁচে না থাকবে,মৃতের পুত্র,অথবা পুত্রের পত্র সন্তান না থাকবে,তখন মৃতের দাদা নির্দিষ্টাংশ পাবার পর দ্বিতীয় শ্রেণীর অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তিও পাবেন।

উদাহরণঃ

ওয়ারিশ-সম্পত্তি-বন্টন

এমতাবস্থায় মৃতের দাদা নির্দিষ্ট হিসাবে ১/৬ অংশ পাবে।এবং প্রথম শ্রেণীর অবশিষ্টভোগী (পুত্র,পুত্রের পুত্র) না থাকায় মৃতের দাদা দ্বিতীয় শ্রেণীর অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তি ও পাবেন।

মৃতের ভাই,

  • বোন,দাদার দ্বারা বঞ্চিত হবে।
  • মৃতের দাদা পাবে ২৪ এর ১/৬ অংশ= ৪ শতাংশ।
  • মৃতের স্ত্রী পাবে ২৪ এর ১/৪ অংশ= ৬ শতাংশ।
  • = ১০ শতাংশ।
  • অবশিষ্ট থাকে(২৪-১০)=১৪ শতাংশ।
  • অবশিষ্ট ১৪ শতাংশ দাদা পাবে। দাদা মোট পায়(৪+১৪)=১৮ শতাংশ

দাদী-নানীর সম্পত্তি কে কতটুকু পাবে?

মৃতের দাদী/নানীর নির্দিষ্ট :১/৬ অংশ।

নোটঃ
ক) মৃতের মাতা বেঁচে থাকলে দাদী-নানী উভয়ে বঞ্চিত হবে।
খ) মৃতের শুধু পিতা বেঁচে থাকলে দাদী বঞ্চিত হবে। নানী বঞ্চিত হবে না।
গ) দাদী-নানী উভয়ে বেঁচে থাকলে, তারা উভয়ে মিলে ১/৬ অংশ পাবে।
ঘ) দাদী অথবা নানী যে কোন একজন বেঁচে থাকলে-একজনেই ১/৬ অংশ পাবে।
দাদী/নানী অবশিষ্টভোগী হয় না।

(ক)মৃতের মাতা বেঁচে থাকলে দাদী-নানী উভয়ে বঞ্চিত হবেঃ

উদাহরণঃ

ওয়ারিশ-সম্পত্তি-বন্টন

এমতাবস্থায় মৃতের মাতা বেঁচে থাকায় দাদী-নানী উভয়ে বঞ্চিত হয়েছে।

(খ)মৃতের শুধু পিতা বেঁচে থাকলে দাদী বঞ্চিত হবে। নানী বঞ্চিত হবে নাঃ

উদাহরণঃ
ওয়ারিশ-সম্পত্তি-বন্টন

এমতাবস্থায় মৃতের পিতা বেচে থাকায় দাদা-দাদী উভয়ে বঞ্চিত হয়েছে।মৃতের মাতা বেঁচে না থাকায় নানী বঞ্চিত হয়নি।নানী একাই সমস্ত সম্পত্তির ১/৬ অংশ পেয়েছে।

আরো পড়ুন : বাড়ির দলিল দিয়ে ব্যাংক লোন করুন

(গ)দাদী-নানী উভয়ে বেঁচে থাকলে, তারা উভয়ে মিলে ১/৬ অংশ পাবেঃ

মৃতের মাতা-পিতা বেঁচে না থাকলে,দাদী-নানী উভয়ে বেচে থাকলে,তারা উভয়ে মিলে সমস্ত সম্পত্তির ১/৬ অংশ পাবে।

উদাহরণ:

ওয়ারিশ-সম্পত্তি-বন্টন

(ঘ)দাদী অথবা নানী যে কোন একজন বেঁচে থাকলে-একজনেই ১/৬ অংশ পাবেঃ

মৃতের মাতা-পিতা বেঁচে না থাকলে,দাদী বেঁচে না থাকলে,নানী বেঁচে থাকলে নানী একাই সমস্ত সম্পত্তির ১/৬ অংশ পাবে।

উদাহরণঃ

ওয়ারিশ-সম্পত্তি-বন্টন

এমতাবস্থায় মৃতের মাতা-পিতা বেঁচে না থাকায় এবং দাদী বেঁচে না থাকায়, নানী বেঁচে থাকায় নানী একাই সমস্ত সম্পত্তির ১/৬ অংশ পেয়েছে।

আরো পড়ুন : খতিয়ান চেনার উপায় cs খতিয়ান কি?

মৃতের মাতা-পিতা বেঁচে না থাকলে,নানী বেঁচে না থাকলে, দাদী বেঁচে থাকলে,দাদী একাই সমস্ত সম্পত্তির ১/৬ অংশ পাবে।

লেখক এর মতামত

আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক শ্রীপুর,গাজিপুর।দাদার দাদীর নানীর ওয়ারিশ সম্পত্তি বন্টন কে কতটুকু পাবে এটা নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।উপরে আলোচিত ওয়ারিশ সম্পত্তি বন্টন যদি প্রথম বারে না বুজেন,তাহলে দ্বিতিয় বা পরেন বুজার চেষ্টা করেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url