সম্পত্তি বন্টন স্বামীর স্ত্রীর সম্পত্তি কে কতটুকু পাবে

সম্পত্তি বন্টন নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো,স্ত্রীর সম্পত্তি স্বামী কতটুকু পাবে।স্বামী মারা গেলে স্বামীর ওয়ারিশ তৈরি হবে।তখন ছেলে মেয়েরা এবং স্বামি স্ত্রী সম্পত্তি বাগবন্টন করে নিবে।

সম্পত্তি-বন্টন

ওয়ারিশ সম্পদ বন্টনের আইনে কে কতটুকু সম্পত্তি পবে আজকে আমি আপনাদের সাথে তা নিয়ে আলোচনা করবো।আপনারা এই পোষ্টটি মনোযোগ দিয়ে পরলে ১০০% সম্পত্তি বন্টন সর্ম্পকে জানতে পারবেন।

পোস্টসূচীপত্র:সম্পত্তি বন্টন স্বামীর স্ত্রীর সম্পত্তি কে কতটুকু পাবে

স্বামীর সম্পত্তি কে কতটুকু পাবে?

স্বামীর অবস্থা ২ টি

ক)নির্দিষ্ট ১/৪ অংশ।
খ)নির্দিষ্ট ১/৪ অংশ।

নোটঃ স্বামী কখনো অবশিষ্টভোগী হয় না।

স্বামী কখনো বঞ্চিত হয় না।

ক)স্বামী নির্দিষ্ট ১/৪ অংশ কখন হবে?

মৃত মহিলার যদি সন্তান-সন্ততি থাকে,তবে মৃত মহিলার সমস্ত সম্পত্তি হতে তার স্বামী ১/৪ অংশ পাবে।
উদাহরণঃ

সম্পত্তি-বন্টন
এমতাবস্থায় মৃতের স্বামী সমস্ত সম্পত্তির ১/৪ অংশ পাবে।বাবা ১/৬ অংশ পাবে।অবশিষ্ট সম্পত্তি মৃতের পুত্র-কন্যাগণ পাবে।মৃতের ভাই-বোন পুত্র দ্বারা বঞ্চিত হবে।

ধরি,
মৃতের মোট সম্পত্তি ৪৮ শতাংশ।
মৃতের পিতা পাবে ৪৮ এর ১/৬ অংশ= ৮ শতাংশ।
মৃতের স্বামী পাবে ৪৮ এর ১/৪ অংশ= ১২ শতাংশ।
= ২০ শতাংশ।

আরো পড়ুন : ওয়ারিশ সম্পত্তি বন্টন দাদার দাদীর সম্পত্তি কে কতটুকু পাবে

অবশিষ্ট থাকে(৪৮-২০)=২৪ শতাংশ।
মৃতের পুত্র পাবে ২৪ এর ২/৩ অংশ= ১৬ শতাংশ।
মৃতের কন্যা পাবে ২৪ এর ১/৩ অংশ= ৮ শতাংশ।

খ)স্বামী নির্দিষ্ট ১/২ অংশ কখন হবে?

মৃত মহিলার যদি সন্তান-সন্ততি না থাকে,অর্থাৎ মৃত মহিলা নিঃসন্তান হয়,তবে মৃত মহিলার সমস্ত সম্পত্তি হতে তার স্বামী ১/২ অংশ পাবে।
উদাহরণঃ

সম্পত্তি-বন্টন

এমতাবস্থায় মৃতের স্বামী সমস্ত সম্পত্তির ১/২ অংশ পাবে। মৃতের পিতা নির্দিষ্ট হিসাবে ১/৬ অংশ পাবে।এবং প্রথম শ্রেণীর অবশিষ্টভোগী (পুত্র,পুত্রের পুত্র) না থাকায় মৃতের পিতা দ্বিতীয় শ্রেণীর অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তিও পাবেন।

আরো পড়ুন : পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত যেনে নিন

মৃতের ভাই-বোন,পিতার দ্বারা বঞ্চিত হবে।
ধরি, মৃতের মোট সম্পত্তি ৪৮ শতাংশ।
মৃতের পিতা পাবে ৪৮ এর ১/৬ অংশ= ৮ শতাংশ।
মৃতের স্বামী পাবে ৪৮ এর ১/২ অংশ = ২৪ শতাংশ।
= ৩২ শতাংশ।
অবশিষ্ট থাকে(৪৮-৩২)= ১৬ শতাংশ।
অবশিষ্ট ১৬ শতাংশ পিতা পাবে। পিতা মোট পায়(৮+ ১৬)= ২৪ শতাংশ।

স্ত্রী-এর সম্পত্তি কে কতটুকু পাবে?

স্ত্রীর অবস্থা ২ টি

ক)নির্দিষ্ট ১/৮ অংশ।
খ)নির্দিষ্ট ১/৪ অংশ।
নোটঃ-স্ত্রী কখনো অবশিষ্টভোগী হয় না।
স্ত্রী কখনো বঞ্চিত হয় না।

ক)স্ত্রী নির্দিষ্ট ১/৪ অংশ কখন পাবে?

মৃতের যদি সন্তান-সন্ততি থাকে,তবে মৃতের সমস্ত সম্পত্তি হতে তার স্ত্রী ১/৮ অংশ পাবে।
উদাহরণঃ

সম্পত্তি-বন্টন

এমতাবস্থায় মৃতের স্ত্রী সমস্ত সম্পত্তির ১/৮ অংশ পাবে।বাবা ১/৬ অংশ পাবে।অবশিষ্ট সম্পত্তি মৃতের পুত্র-কন্যা গণ পাবে।মৃতের ভাই-বোন পুত্র এবং পিতার দ্বারা বঞ্চিত হবে।

ধরি,
মৃতের মোট সম্পত্তি ৪৮ শতাংশ।
মৃতের পিতা পাবে ৪৮ এর ১/৬ অংশ= ৮ শতাংশ।
মৃতের স্ত্রী পাবে ৪৮ এর ১/৪ অংশ= ৬ শতাংশ।
= ১৪ শতাংশ।

আরো পড়ুন : ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে মোবাইল দিয়ে করুন

অবশিষ্ট থাকে (৪৮-১৪)=৩৪ শতাংশ।
মৃতের পুত্র পাবে ৩৪ এর ২/৩ অংশ= ২২.৬৭ শতাংশ।
মৃতের কন্যা পাবে ৩৪ এর ১/৪ অংশ= ১১.৩৩ শতাংশ।

খ)স্ত্রী নির্দিষ্ট ১/৪ অংশ কখন পাবে?

মৃতের যদি সন্তান-সন্ততি না থাকে,অর্থাৎ মৃত ব্যক্তি নিঃসন্তান হয়, তবে মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তি হতে তার স্ত্রী ১/৪ অংশ পাবে।
উদাহরণঃ

সম্পত্তি-বন্টন
এমতাবস্থায় মৃতের স্ত্রী সমস্ত সম্পত্তির ১/৪ অংশ পাবে।মৃতের পিতা নির্দিষ্ট হিসাবে ১/৬ অংশ পাবে।এবং প্রথম শ্রেণীর অবশিষ্টভোগী (পুত্র,পুত্রের পুত্র) না থাকায় মৃতের পিতা দ্বিতীয় শ্রেণীর অবশিষ্টভোগী হিসাবে অবশিষ্ট সম্পত্তিও পাবেন।

মৃতের ভাই-বোন,পিতার দ্বারা বঞ্চিত হবে।
ধরি,
মৃতের মোট সম্পত্তি ৪৮ শতাংশ।
মৃতের পিতা পাবে ৪৮ এর ১/৬ অংশ= ৮ শতাংশ।
মৃতের স্ত্রী পাবে ৪৮ এর ১/৪ অংশ= ১২ শতাংশ।
= ২০ শতাংশ।

আরো পড়ুন : আর এস খতিয়ান যাচাই করে নিন

অবশিষ্ট থাকে (৪৮-২০)=২৮ শতাংশ।
অবশিষ্ট ২৮ শতাংশ পিতা পাবে। পিতা মোট পায় (৮+ ২৮)= ৩৬ শতাংশ।

লেখক এর মতামত

আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক শ্রীপুর,গাজিপুর।সম্পত্তি বন্টন সর্ম্পকে আমাদের সকলেরই ধারনা থাকা প্রয়োজন,স্বামীর স্ত্রীর সম্পত্তি কে কতটুকু পাবে এ নিয়ে আপনাদে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url