bs জরিপ চলাকালে জমির মালিকের করনিয় কি

 bs জরিপ কি bs জরিপ হচ্ছে বাংলাদেশের ডিজিটাল জরিপ।সরকারি কমর্কতাগন সরজমিনে এসে এই জরিপ কাজটি পরিচালানা করে থাকে।

BS জরিপ

পোস্টসূচীপত্র:bs জরিপ চলাকালিন সময়ে জমির শালিকের করনীয় কি আজকে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে আরোচ না করবো।

জরিপ কি?

ভূমি জরি হচ্ছে জমির খাজ না আদায়ের একটা মাধ্যম,সরকার এই জরিপের মাধ্যমে হিসাব-নিকাশ করে থাকে কে কতটুকু সম্পত্তির মালিক আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন জরিপ করা হয়েছে যেমন: সি.এস জরিপ,এস.এ জরিপ, আর.এস জরিপ এবং বর্তমানে চলমান বি.এস জরিপ এই জরিপ।

আরো পড়ুন : Mutation বা নামজারি খতিয়ান কি

BS জরিপ চলাকালে আপনার করণীয় কি?

আপনি যদি ভূমি মালিক হয়ে থাকেন,তাহলে ভূমি জরিপ কালে আপনার করণীয় বিষয় জেনে নিন।
১।জরিপ কর্মচারীগণ মাঠে যাওয়ার আগেই আপনার জমির সীমানা খুঁটি গেরে চিহ্নিত করে রাখুন।জমির মালিকানার সমস্ত দলিল/কাগজপত্র হালনাগাদ অবস্থায় কাছে রাখুন।
২।জরিপ মাপ গ্রহণের সময় আপনি নিজে বা আপনার বিশ্বস্ত প্রতিনিধিকে উপস্থিত রাখুন।আপনার জমির আইল বা সীমানা বা দৈর্ঘ্য প্রস্থ সঠিকভাবে আঁকা বা লেখা হলো কিনা জেনে নিন এবং দেখে নিন।
৩।আপনার জমির নকশা আঁকার পর আপনার জমির দখল রিসিট বা মাঠ পর্চা কোন তারিখে দেওয়া হবে তা জেনে নিন।নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে জরিপ কর্মচারীদের নিকট থেকে আপনার রিসিট বা মাঠ পর্চা চেয়ে নিন।

আরো পড়ুন : sa খতিয়ান কি?এস এ খতিয়ান ইতিহাস

রিসিট বা পর্যায় আপনার নাম,পিতার নাম ও ডাকঘর সহ ঠিকানা ঠিক মত লেখা হলো কিনা তা যাচাই করে নিন।ভুমি জরিপ এর কাজে কোন কর্মচারী অসহযোগিতা করলে ক্যাম্প ইনচার্জকে অথবা সেটেলমেন্ট অফিসার কে বলুন।
৪।মৌজা তসদিক বা এ্যটাসটেশনের তারিখ জেনে নিন।নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে আপনার জরিপ পর্চাটি এ্যটাসটেশন করে সংরক্ষণ করুন।এই পর্যায়ে পর্চা ও নকশায় কোন ত্রুটি থাকলে ডিসপুট দিয়ে সংশোধন করা যাবে।
৫।খসড়া প্রকাশনার তারিখ জেনে নিন।আপনার জমি আপনার নামে ঠিক মত রেকর্ড হয়ে প্রকাশিত হলো কিনা দেখে নিন।যদি না হয় তাহলে ঐ ক্যাম্পের ক্যাম্প অফিসারের নিকট আপত্তি দাখিল করুন।
৬।একজন সরকারি সেটেলমেন্ট অফিসার অথবা উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার আপত্তি শুনবেন ও রায় দিবেন।
৭।যদি আপত্তি রায়ে আপনি সন্তুষ্ট হতে না পারেন তাহলে রায় ঘোষণার পর ৩০ কর্ম দিবসের মধ্যে অথবা যেদিন আপত্তি শুনানির রায়ের কপি সরবরাহ করা হবে সেদিন থেকে ৩০ কর্ম দিবসের মধ্যে আপিল আবেদন দাখিল করতে পারবেন।
৮।আপিল সমাপ্তির পরে অপেক্ষা করুন।আপিলের রায়ে আপনি সন্তুষ্ট না হলে মৌজা গেজেট হওয়ার এক বছরের মধ্যে ২০০ টাকার কোর্ট ফি দিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালেও কোন প্রতিকার না পেলে দেওয়ানি আদালতের আশ্রয় গ্রহণ করতে পারেন।

লেখক এর মতামত

আমি (শামিম মোক্তার) শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক,শ্রীপুর,গাজিপুর।bs জরিপ নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url