বিকাশ একাউন্ট খোলার নিয়ম যেনে নিন

বিকাশ অ্যাপ হলো বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে জনপ্রিয় একটি অনলাইন মোবাইল ব্যাংকিং।বিকাশ অ্যাপ এর মাধ্যমে আপনি অনেক সহজে টাকা লেন দেন করতে পারবেন।বিকাশ অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল দিতে পারবেন এবং বিকাশ অ্যাপ মাধ্যমে আপনার প্রয়োজনিয় অনেক কাজ করতে পারবেন।বিকাশ একাউন্ট খোলার নিয়ম নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো।

বিকাশ-একাউন্ট-খোলার-নিয়ম

আজকে আমি আপনাদের সাথে বিকাশ অ্যাপ বিকাশ অ্যাপের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং এর সাথে বিকাশ অ্যাপের এর সুবিধা ও বিকাশ অ্যাপের এর অসুবিধা নিয়ে আরোচনা করবো।Bkash apps পনারা আপনাদের মোবাইলে খুভ সহজেই ইনস্টল করে ব্যবহার করতে পারবেন।

পোস্টসূচীপত্র:বিকাশ একাউন্ট খোলার নিয়ম যেনে নিন

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

বিকাশ একাউন্ট হলো একটি অনলাইন মোবাইল ব্যাংকিং একাউন্ট।বিকাশ একাউন্ট অঅপনি চাইলে আপনার Smart ফোনে খুব সহজে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন।বিকাশ একাউন্ট খুলা এক দম সহজ,বিকাশ একাউন্ট খুলার জন্য আপনার যা প্রয়োজন হবে।

আরো পড়ুন : বিকাশ এজেন্ট রেজিস্ট্রেশন কি ভাবে করবেন

  • বিকাশ একাউন্ট বিকাশ এজেন্ট এর কাছে গিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
  • বিকাশ একাউন্ট খুলতে আপনার জাতীয় পরিচয়পত্রের Front side এবং Back side এর ছবি তুলতে হবে।
  • বিকাশ একাউন্ট খুলার জন্য আপনার মোবাইল নাম্বার এবং Email Id ও ঠিকানা দিতে হবে।
  • বিকাশ একাউন্ট খুলা হলে আপনার পছন্দ অনুযাই ৫ সংখ্যার পিন নাম্বার দিতে হবে।
  • বিকাশ একাউন্ট খুলার জন্য Bkash অফিসে বা এজেন্ট এর কাছে আবেদন পত্র জমা দিতে হবে।
  • বিকাশ একাউন্ট আপনি আপনার Smart ফোন দিয়ে বিকাশ apps এ প্রবেশ করে খুলতে পারবেন।

বিকাশ লেনদেন

বিকাশ লেনদেন আপনি আপনার Bkash account এর মাদ্যমে অণলাইনে কেনাকাটা করতে পারবেন,বিকাশ লেনদেন এর মাধ্যমে আপনি আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল দিতে পারবেন।বিকাশ লেনদেন আপনি যার সাথে করতে চাছেন তার ও একটি বিকাশ একাউন্ট থাকতে হবে তাহলে আপনি সব দরনের বিকাশ লেনদেন করতে পারবেন।

বিকাশ লেনদেন লিমিট

আপনাদের যাদের বিকাশ একাউন্ট আছে থাদের সকলেরই বিকাশ লেনদেন লিমিট সর্ম্পিকে দারনা থাকা প্রয়োজন।নিম্নে বিকাশ ২০২৪ সালের বিকাশের লেনদেন লিমিট নিয়ে আলোচনা করা হল:

পার্সোনাল একাউন্ট এ বিকাশ লেনদেন লিমিট

  • প্রতি বিকাশ লেনদেন লিমিট ১০,০০০/=(দশ হাজার) টাকা
  • দৈনিক বিকাশ লেনদেন লিমিট ৩০,০০০/=(ত্রিশ হাজার) টাকা
  • মাসিক বিকাশ লেনদেন লিমিট ৩,০০,০০০/=(তিন লক্ষ) টাকা

এজেন্ট নাম্বারে বিকাশ লেনদেন ক্যাশ আউট লিমিট

  • প্রতি বিকাশ লেনদেন লিমিট ২৫,০০০/=(পচিশ হাজার) টাকা
  • দৈনিক বিকাশ লেনদেন লিমিট ২৫,০০০/=(পচিশ হাজার) টাকা
  • মাসিক বিকাশ লেনদেন লিমিট ২৫,০০০(পচিশ হাজার) টাকা

রেমিটেন্স এর খেত্রে বিকাশ লেনদেন লিমিট

বিদেশ থেকে  প্রতিদিন ১২১,৯৫১/=(এক লক্ষ একুশ হাজার নয়শ একান্ন) টাকা পর্যন্ত এবং মাসে সর্বোচ্চ ৪৩৯,০২৪/=(চার লক্ষ উনচল্লিশ হাজার চব্বিশ) টাকা পাঠানো যাবে।

মোবাইল রিচার্জ এর খেত্রে বিকাশ লেনদেন লিমিট
প্রিপেইড নাম্বারে সর্বোচ্চ বিকাশ লেনদেন লিমিট হচ্ছে ১,০০০/=(এক হাজার) টাকা এবং পোস্টপেইড নাম্বারে সর্বোচ্চ বিকাশ লেনদেন লিমিট ৫,০০০/=(পাচ হাজার) টাকা

আরো পড়ুন : উপায় একাউন্ট দেখার নিয়ম যেনে নিন

এই বিকাশ লেনদেন লিমিট শুধুমাত্র সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য।বিশেষ ক্ষেত্রে,বিকাশ কর্তৃপক্ষ এই লিমিটগুলি যে কোন সময় পরিবর্তন করতে পারে।

বিকাশ হেল্প লাইন

আপনারা আপনাদের যে কোন প্রয়োজনে বিকাশ হেল্প লাইন যোগাযো করতে পারবেন।যদি আপনাদের বিখাশ িএকাউন্ট এর পাসর্উট বুলে জান বিকাশ হেল্প লাইন যোগাযোগ করে ঠিক করে নিতে পাবেন।

আরো পড়ুন : রকেট একাউন্ট খোলার নিয়ম জাতিয় পরিচয়পত্র দিয়ে

    বিকাশের হেল্পলাইন নাম্বার হল 16247 আপনি বিকাশ হেল্প লাইন নাম্বার এ কল দিয়ে আপনি আপনার সমস্যার সমাদান করতে পারবেন।সরকারি ছটি বাদে যে কোন সময় সকাল ১০ টা থেকে রাত ৮ পর্যন্ত বিকাশ হেল্প লাইন যোগাযোগ করে আপনি আপনার সমস্যা সমাদান করতে পারবেন।

    বিকাশ কাস্টমার কেয়ার লাইভ চ্যাট

    বিকাশ লাইভ চ্যাট হল একটি অনলাইন সেবা বিকাশ লাইভ চ্যাট এর মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাদান করতে পারবেন।বিকাশ লাইভ চ্যাট অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে বিকাশ প্রতিনিদির সাথে সরাসরি লাইভ চ্যাট করে আপনি আপনার সমস্যা সমাদান করতে পারবেন।

    বিকাশ অ্যাপ লগইন

    বিকাশ অ্যাপ লগ ইন করার জন্য আপনাকে নিম্নে পদক্ষেপ গুলি অনুসরন করতে হবে:

    • বিকাশ অ্যাপ লগইন করার জন্য আপনার smart ফোনে Bkash টি উপেন করতে হবে।
    • বিকাশ অ্যাপ লগইন করার জন্য লগ ইন/রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে।
    • বিকাশ অ্যাপ লগইন করার জন্য মোবাইল নাম্বারটি দিন।
    • বিকাশ অ্যাপ লগইন আপনার বিকাশ পিন নম্বরটি দিন।
    • বিকাশ অ্যাপ লগইন এর জন্য লগ ইন করুন বাটনে ক্লিক করুন।

    বিকাশ অ্যাপ লগইন

    আপনি যদি সফলভাবে বিকাশ অ্যাপ লগইন করেন তাহলে আপনি আপনার বিকাশের হোম স্ক্রিনটি দেখতে পারবেন।পনি যদি বিকাশ অ্যাপের লগ ইন বা লগ আউট করতে সমস্যার সম্মখীন হন তাহলে বিকাশের হেলফলাইনে বা নিকটস্থ গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করুন।

    বিকাশ এজেন্ট

    বিকাশ এজেন্ট হল একজন ব্যবসায়ী যিনি বিকাশের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদানকরে থাকে।বিকাশ এজেন্ট গ্রহক দের ভিবিন্ন সেবা প্রদান করে থাকে নিম্নে আলো চনা করা হল:

    • বিকাশ এজেন্ট এর মাধ্যমে টাকা পাঠানো যাই
    • বিকাশ এজেন্ট এর মাধ্যমে টাকা তোলা যাই
    • বিকাশ এজেন্ট এর মাধ্যমে মোবাইল রিচার্জ যাই
    • বিকাশ এজেন্ট এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করা যাই
    • বিকাশ এজেন্ট এর মাধ্যমে বিদেশ থেকে রেমিটেন্স আনা যাই
    • বিকাশ এজেন্ট এর মাধ্যমে অন্যান্য আরো অনেক সেবা নেওয়া যাই।

    বিকাশ এজেন্ট কমিশন

    ২০২৪ সালের বিকাশ এজেন্টদের কমিশন নিম্নে আরৈাচনা করা হল:

    • বিকাশ এজেন্ট কমিশন টাকা পাঠানো (ইন্টারনেট ব্যাংকিং) এর জন্য ০.৫%
    • বিকাশ এজেন্ট কমিশন টাকা তোলা (ক্যাশ আউট)এর জন্য ১%
    • বিকাশ এজেন্ট কমিশন মোবাইল রিচার্জ এর জন্য ০.৫%
    • বিকাশ এজেন্ট কমিশন বিদ্যুৎ বিল পরিশোধ এর জন্য ০.৫%
    • বিকাশ এজেন্ট কমিশন রেমিটেন্স এর জন্য ৫%
    • বিকাশ এজেন্ট কমিশন লোন এর জন্য ০.৫%

    বিকাশ এজেন্ট এর জন্য প্রতি মাসে যে কোন সময় পরিবর্তন হতে পারে বিকাশ এজেন্ট কমিশন।

    বিকাশ লেনদেন স্টেটমেন্ট

    বিকাশ লেনদেন স্টেটমেন্ট টি আপনার বিকাশ ব্যবহারের উপর র্নিভর করবে।নিম্নে একটি উধাহরন দেওয়া হল বিকাশ লেনদেন স্টেটমেন্ট টি দেখতে কেমন।

    বিকাশ লেনদেন স্টেটমেন্ট

    বিকাশ লেনদেন স্টেটমেন্ট টি আপনি বিকাশ ওয়েব সাইটে প্রবেশ করে দেখতে পারবেন এবং আপনি আপনার smart Phone দিয়েও বিকাশ লেনদেন স্টেটমেন্ট টি দেখতে পারবেন।

    বিকাশ একাউন্ট বন্ধ হলে করনীয়

    আপনার বিকাশ একাউন্ট বন্ধ কেন করা হয়েছে প্রথমে আপনাকে জানতে হবে,তার পর প্রয়োজনিয় পদক্ষেপ নিতে হবে।বিকাশ একাউন্ট বন্ধ হওয়ার ভিবিন্ন কারন থাকতে পারে।নিম্নে কিছু কারনের আলোচ না করা হল:

    • আপনার বিকাশ একাউন্টের সাথে যুক্ত সিম কার্ডটি যদি হারিয়ে যাই
    • আপনার বিকাশ একাউন্টটিতে অস্বাভাবিক লেনদেন হওয়ার কারনে বিকাশ একাউনন্টি বন্ধ হয়ে যেতে পারে।
    • আপনার বিকাশ একাউন্টটি আপনার নিরাপত্তা কারণে বন্ধ হয়ে যেতে পারে।

    আপনার বিকাশ একাউন্ট বন্ধ হয়ে গেলে বিচলিত হবেন না আপনি আপনি আপনার সমস্যা বের করে সে উনোযাই প্রদক্ষেপ নিন।

    আরো পড়ুন : জন্ম সনদ করতে কি কি কাগজ পত্র লাগে

    বিকাশ অভিযোগ

    বর্তমান সময়ে বিকাশ অনলাইন ব্যাংকিং অনেক জনপ্রিয়।বিকাশে আপনি আপনার যে কোন সমস্যার জন্য বিকাশ অভিযোগ জানাতে পারবেন।যেমন:ভুল নাম্বারে টাকা চলে গেলে বিকাশ অভিযোগ করতে পারবেন এবং বিকাশে লেনদেন সর্ম্পন্ন না হলে বিকাশ অভিযোগ জানাতে পারবেন।আপনার বিকাশ সংক্র্যুন্ত যে কোন অভিযোগ বিকাশে জানাতে পারবেন।

    লেখক এর মতামত

    Bkash একটি অনলাইন লেনদেন মোবাইল ব্যাংকিং আমাদের দেশে বিকাশ অনেক জনপ্রিয়।আপনারা বিকাশে লেনদেন করার সময় মোবাইল নাম্বার ভাল করে চেক করে নিবেন এবং আপনাদের বিকাশ pass word কারউ সাথে সেয়ার কেরবেন না।ভিবিন্ন প্রথারক থেকে সাবদান থাকবেন।

    আরো পড়ুন : অনলাইনে টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন যেনে নিন

    বিকাশ অফিস থেকে কোখনো ফোন কল এর মাধ্যমে বিকাশ গ্রাহকের কাছথেকে pass word চাই না,বিকাশ ব্যবহার কারিরা মনে রাখবেন।উপরে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ‍নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে,আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url