অনলাইন ই পর্চা আবেদন করার নিয়ম যেনে নিন
অনলাইন ই পর্চা বা পর্চা বাংলাদেশের ভূমি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।অনলাইন ই পর্চা বা খতিয়ান হল বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় প্রকাশিত একটি ভূমি রেকর্ড।এটি পর্চা বা খতিয়ানে ভূমির মালিকের সম্পত্তির বিবরণী থাকে যাতে মালিকের নাম,ঠিকানা,সম্পত্তির বিবরন,সম্পত্তির পরিমান,মালিকানার বিবরন থাকে।
আজকে আমি আপনাদের মাথে আলোচনা করবো আপনারা কি ভাবে ভিবিন্ন অনলাইন ই পর্চা খতিয়ান অনলাইনে আবেদন করবেন,সি.এস,এস.এ,আর.এস,বি.এস(cs,sa,rs,bs) খতিয়ান বা পর্চা আবেদন করে তুলবেন।
পোস্টসূচীপত্র:অনলাইন ই পর্চা আবেদন করার নিয়ম যেনে নিন
ই পর্চা লগইন
অনলাইনে সি.এস,এস.এ,আর.এস,বি.এস(cs,sa,rs,bs) খতিয়ন বা অনলাইন ই পর্চা আবেদন করার জন্য আপনাকে অনলাইন ই পর্চা লগইন করতে হবে এই ওয়েব সাইটিতে লগইন করতে হবে।সি.এস,এস.এ,আর.এস,বি.এস(cs,sa,rs,bs) খতিয়ান পাওয়ার জন্য আপনাকে প্রয়োজনিয় কাগজ পত্র দিতে হবে।যে পর্চা বা খতিয়ানের জন্য আবেদন করে তাকে nid card এর নাম্বার দিয়ে আবেদন করতে হবে।
ই পর্চা খতিয়ান
অনলাইন ই পর্চা খতিয়ান সাধারণত দুটি অংশ থাকে:
- প্রথম অংশ:অনলাইন ই পর্চা খতিয়ান এ অংশে মৌজার নাম,খতিয়ান নম্বর,জেলা,উপজেলা,ইউনিয়ন,মৌজা,গ্রামের নাম,জমির শ্রেণী,জমির পরিমাণ,মালিকের নাম,ঠিকানা,মালিকানা এই তথ্য গুলো ই পর্চা খতিয়ান প্রথম অংশে থাকে।
- দ্বিতীয় অংশ:অনলাইন ই পর্চাখতিয়ানে দ্বিতীয় এ অংশে জমির বিবরণ,জমির দখলদারদের নাম,জমির ব্যবহার,জমির কর,জমির দায়বদ্ধতা ই পর্চা খতিয়ানে দ্বিতীয় অংশে এই তথ্য গুলো থাকে।
অনলাইন ই পর্চা আবেদন
আপনি চাইলে এখন যে কোন সি.এস,এস.এ,আর.এস,বি.এস(cs,sa,rs,bs) খতিয়ান অনলাইন ই পর্চা আবেদন অনলাইনে করতে পারবেন।আপনাকে পর্চা বা খতিয়ান ডাকযোগে দেওয়া হবে।আবেদন করার পরে ৭ কার্য দিবশ সময় নেয় পর্চা বা খতিয়ান হাতে পেতে।
আরো পড়ুন : জমি কেনার আগে করণীয় এবং জমি কেনার পর করণীয়
আপনি অনলাইন ই পর্চা বা খতিয়ান পাওয়ার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েব সাইটিতে আবেদন করতে হবে।আবেদন করার সময় আপনার NID Card লাগবে।আপনি এভাবে ই পর্চার আবেদন করে পর্চা বা খতিয়ান পেতে পারেন।
অনলাইন ই পর্চা যাচাই
আপনি আপনার জমির খতিয়ান বা ই খতিয়ান যাচাই করতে পারবেন অনলাইনে।এ জন্য আপনাকে এই ওয়েব সাইটিতে প্রবেশ করতে হবে তার পর আপনকে আপনার জেলা নির্বাচন করতে হবেেউপজেলা নিবার্চ করতে হবে,মৌজা নির্বাচন করতে হবে,ই খতিয়ান নাম্বার দিতে হবে তার পর আপনি অনলাইনে আপনার খতিয়ানের সকল তথ্য দেখতে পারবেন।
আরো পড়ুন : জমির খতিয়ান অনুসন্ধান
আর এস খতিয়ান অনলাইন চেক
আপনি আপনার জমির আর.এস খতিয়ানটি অনলাইনে চেক করতে পারবেন।এ জন্য আপনাকে প্রবেশ করতে হবে।আর এস খতিয়ান অনলাইন চেক করার জন্য আপনাকে প্রয়োজনিয় তথ্য দিতে হবে।যেমন:জেলা,উপজেলা,খতিয়ান,মৌজার নাম ইত্যাদি তথ্য দিতে হবে।
লেখক এর মতামত
আপনারা যদি অনলাই থেকে অনলাইন ই পর্চা তুলতে চান তাহলে আপনাদের কে প্রথমে সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে।মৌজা,খতিয়ান,জেলা,উপজেলা সঠিক ভাবে পূরন করবেন এতে করে e porch জন্য অনলাইনে আবেদন করার পরে কোন রকম জটিলাতা তৈরি হবে না।আমি শামিম মোক্তার শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক শ্রীপুর গাজিপুর।অনলাইন ই পর্চা নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url