মোবাইল ফোন নিবন্ধন চেক কি ভাবে করবেন যেনে নিন
মোবাইল নিবন্ধন হল বাংলাদেশে এক টি সরকারি প্রক্রিয়া মোবাইল নিবন্ধন এর মাধ্যমে সরকার জনতে পারে কতটি বৈদ ফোন চলামান আছে এবং বাংলাদেশে মোবাইল নিবন্ধন বাধ্যতাম মূলক করতে হবে।মোবাইল নিবন্ধন এর মাধ্যমে সরকার অবৈদ মোবাইল ফোন বন্ধ করার এবং অপরাদিদের চিহ্রিত করা এবং গ্রহকের নিরাপত্তা নিাশ্চত করার সম্ভব মোবাইল ফোন নিবন্ধন চেক কি ভাবে করবেন?
মোবাইল ফোন নিবন্ধন চেক কি ভাবে করবেনে এই পোষ্টটি মনোযোগ দিয়ে পরলে ১০০% জানতে পারবেনব।আজকে এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।
পোস্টসূচীপত্র:মোবাইল ফোন নিবন্ধন চেক কি ভাবে করবেন যেনে নিন
মোবাইল নিবন্ধন করার নিয়ম
মোবাইল নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১)হ্যান্ডসেটের ১৫
ডিজিটের IMEI নম্বর মোবাইল নিবন্ধন করার জন্য লাগবে
২)মোবাইল ফোনের ক্রয়
রশিদ মোবাইল নিবন্ধন করার জন্য লাগবে
৩)জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোবাইল
নিবন্ধন করার জন্য লাগবে
আরো পড়ুন : গুগল এডসেন্স থেকে আয় করার উপায় যেনে নিন
মোবাইল নিবন্ধনের ২ টি পদ্ধতি রয়েছে:
১)অনলাইন এর মাধ্যমে মোবাইল
নিবন্ধ পদ্ধতি
২)মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে
নিবন্ধন পদ্ধতি
অনলাইন পদ্ধতিতে মোবাইল নিবন্ধন করতে চাইলে আপনাকে এগুলো করতে হবে:
১)মোবাইল নিবন্ধন করার জন্য NEIR ওয়েবসাইটে যান।
২)মোবাইল
নিবন্ধন করার জন্য"মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন" অপশনটি নির্বাচন করুন।
৩)মোবাইল
নিবন্ধন করার জন্য আপনার ১৫ ডিজিটের IMEI নম্বর প্রবেশ করুন।
৪)মোবাইল
নিবন্ধন করার জন্য আপনার ক্রয় রশিদের ছবি আপলোড করুন।
৫)মোবাইল নিবন্ধন
করার জন্য আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি আপলোড করুন।
৬)মোবাইল নিবন্ধন
করার জন্য "সাবমিট" বাটন ক্লিক করুন।
মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে মোবাইল নিবন্ধন
প্রত্রিুয়া:
১)আপনার নিকটবর্তী মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার পরিদর্শন
করুন মোবাইল নিবন্ধন করার জন্য।
২)আপনার ১৫ ডিজিটের IMEI নম্বর,ক্রয়
রশিদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করুন মোবাইল নিবন্ধন করার
জন্য।
৩)কাস্টমার কেয়ার সেন্টার কর্মচারীর কাছে আপনার কাগজপত্র জমা দিন
মোবাইল নিবন্ধন করার জন্য।
মোবাইল নিবন্ধন চেক
আপনি যুদি আপনার মোবাইল ফোনটি চে করতে চান তাহলে NEIR ওয়েবসাইটে গিয়ে "মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন" এ ক্লিক করুন।মোবাইল নিবন্ধন চেক করার জন্য আপনার ১৫ ডিজিটের IMEI নম্বর দিন।অঅপনার মোবাইল ফোন নিবন্ধিত থাকলে ওয়েব সাউটি একটি মেসেজ দেখাবে যাতে লেখা থাকবে আপনার মোবাইল ফোন নিবন্ধিত।এ সমস্থ কাজটি আপনি মোবাইল নিবন্ধন চেক অনলাইনে করতে পারবেন।
মোবাইল নিবন্ধন ওয়েবসাইট
বাংলাদেশে মোবাইল নিবন্ধন করার জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ওয়েব সাইট চালু করেছে।যে ওয়েব সাইটের মাধ্যমে আপনি আপনার মোবাইল নিবন্ধন করে নিতে পারবেন বা অনলাইনে চেক করতে পারবেন।মোবাইল নিবন্ধন ওয়েবসাইট এই ওয়েব সাইটের মাধ্যমে আপনি আপনার মোবাইল নিবন্ধন করে নিতে পারবেন।
btrc mobile registration check
অপনি আপনার মোবাইল ফোন টি নিবন্ধন আছে কিনা চেক করতে পারবেন অনলাইনে btrc mobile registration check এর মাধ্যমে এই ওয়েব সাইটে প্রবেশ করে btrc mobile registration check করে নিন আপনার মোবাইল ফোন টি।
আরো পড়ুন : অন লাইনে টাকা ইনকাম ফেসবুক পেজ থেকে
বিদেশি মোবাইল রেজিস্ট্রেশন করার নিয়ম
আপনি যদি বিদেশ থেকে আনা ফোনটি রেজিষ্ট্রেশন করতে চান তাহলে আপনাকে ওয়েব সািইটের মাধ্যমে রেজিষ্ট্রিশন করতে হবে।বিদেশি মোবাইল ফোন দেশে প্রবেশের পর ১০ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে।বিদেশি মোবাইল ফোন নিবন্ধনের জন্য কোনও ফি নেওয়া হয় না।মোবাইল ফোন নিবন্ধেনের জন্য প্রয়োজনিয় কাগজ পত্র নিয়ে আলো চনা করা হয়েছে।
আন অফিসিয়াল ফোন নিবন্ধন
আপনারা যদি আপনাদের অনঅফিসিয়অল ফোন মোবাইল রেজিস্ট্রেশন বাংলাদেশ থেকে করতে চান তাহলে,বিটিআরসি ওয়েব সাইট থেকে আন অফিসিয়াল ফোন নিবন্ধন করতে পারবেন।আন অফিসিয়াল ফোন নিবন্ধন করার জন্য প্রয়োজনিয় তথ্য দিয়ে আপনি আপনার আন অফিসিয়াল ফোন নিবন্ধন করে নিবেন।
বিটিআরসি মোবাইল চেক
বিটিআরসি ওয়েব সাইট থেকে আপনি আপনার মোবাইল ফোন চেক করেনিতে পারবেন।এই লিংকে গিয়ে আপনি আপনার মোবাইল ফোন টি নিবন্ধন হয়েছে কি না চেক করে নিবেন।আপনার ফোনের IMEI নাম্বার দিয়ে।
আনঅফিসিয়াল ফোন কিনলে কি সমস্যা হয়
আপনি যদি আনঅফিসিয়াল ফোন কিনলে যে সমস্যায় আপনি পরতে পারেন তা হচ্ছে:
১)আনঅফিসিয়াল
ফোন কিনলে মালিকানার প্রমাণ পাওয়া যায় না।
২)আনঅফিসিয়াল ফোনের
ক্ষেত্রে বিক্রেতা আপনাকে কোনো লিখিত মালিকানা।
৩) আনঅফিসিয়াল ফোনের
ক্ষেত্রে কোনো ধরনের অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যায় না।৪)আনঅফিসিয়াল
ফোনের ক্ষেত্রে ফোনটি আসল নাও হতে পারে।
৫) আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে
ফোনটিতে সফ্টওয়্যার সমস্যা থাকতে পারে ইত্যাদি আরো অনেক সমস্যা হতে পারে।
লেখক এর মতামত
আপনারা মোবাইল ফোন কিনলে অবশ্যাই অফিসিয়াল ফোন কিনবেন।মোবাইল কিনার পূর্বে মোবাইল ফোন নিবন্ধন চেক করে নিবেন।আপনারা যদি আন অফিসিয়াল ফোন কিনেন তাতে করে আপনারা অনেক জটি লতাই পরতে পারেন।আপনারা বিদেশথেকে মোবাইলফোন আনলে অফিসিয়ালি নিবন্ধন করে নিবেন।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url