পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে
পাসপোর্ট(e passport)আমাদের প্রায় অনেক সময় পাসপোর্ট(e passport)করার প্রয়োজন হয়।বিদেশে ঘুরতে গেলে বা বিদেশে কাজের জন্য পাসপোর্ট(e passport) প্রয়োজন হয় আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো পাসপোর্ট(e passport) কি ভাবে করবেন এবং পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে
পোস্টসূচীপত্র:পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে
পাসপোর্ট করতে কি কি লাগে
আপনি যদি পাসপোর্ট(e passport) করতে চান তাহলে আপনার নির্ম্নে কাগজ পত্র গুলো লাগবে:
১) পাসপোর্ট(e passport) করার জন্য জাতীয় পরিচয়পত্র (NID) লাগবে
২)
পাসপোর্ট(e passport) অনলাইনে আবেদনপত্রের প্রিন্টেড কপি লাগবে
৩)
পাসপোর্ট(e passport) করার জন্য ফি পরিশোধের রশিদ লাগবে
৪) পাসপোর্ট(e
passport) করার জন্য ছবি লাগবে
৫) পাসপোর্ট(e passport) করার জন্য পুলিশ
ভেরিফিকেশনের থানা থেকে ইস্যুকৃত চিঠি লাগবে
পাসপোর্ট করার নিয়ম
আপনি যদি পাসপোর্ট(e passport) করতে চান:
অনলাইনে আবেদনপত্র পূরণ
পাসপোর্ট(e passport) জন্য প্রথমে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে করতে হবে।আবেদনপত্র পূরণের সময় অবশ্যই সঠিক তথ্য প্রদান করতে হবে আবেদন পূরন শেষ হলে তাসাবমিট করতে হবে।
পাসপোর্ট(e passport) এর জন্য ফি পরিশোধ করতে হবে।ফি পরিশোধের জন্য যেকোনো ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে ফি পরিশোদ করা যাবে।পাসপোর্ট(e passport) এর জন্য ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে।
নির্ধারিত তারিখে আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে এবং ছবি তোলা ও নির্ধারিত পোশাক পরিধান করতে হবে পাসপোর্ট(e passport) এর জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হবে।ছবি তোলা ও
আরো পড়ুন : অনলাইনে টিন সার্টিফিকেট করার নিয়ম যেনে নিন
বায়োমেট্রিক তথ্য প্রদানের পর পুলিশ ভেরিফিকেশনের জন্য থানায় পাসপোর্ট অফিস থেকে একটি চিঠি পাঠানো হবে থানার পুলিশ গিয়ে ভেফিকেশন সর্ম্প করবে।পাসপোর্ট(e passport) পাসপোর্ট বিতরণ নির্ধারিত তারিখে আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করে নিবে।
ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ
আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো পাসপোর্ট(e passport) নিয়ে।ই পাসপোর্ট(e passport) করার জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে।বাংলাদেশ ই-পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে প্রবেশ করে আপনার জাতিয় পরিচয় পত্র দিয়ে আবেদন করতে হবে।
ই পাসপোর্টের ফি
- পাসপোর্ট(e passport) ফি হচ্ছে ৫ বছর মেয়াদি ৪৮ পেজের ই পাসপোর্ট(e passport) ফি হচ্ছে রেগুলার ফি ৪০২৫ টাকা,এক্সপ্রেস ফি ৬৩২৫ টাকা ও সুপার এক্সপ্রেস ফি ৮৬২৫ টাকা।
- ১০ বছর মেয়াদি ৪৮ পেজের ই পাসপোর্ট(e passport) রেগুলার ফি ৫৭৫০ টাকা,এক্সপ্রেস ফি ৮০৫০ টাকা ও সুপার এক্সপ্রেস ফি ১০৩৫০ টাকা।
আপনি চাইলে পাসপোর্ট(e passport) ফি অনলাইনে পরিশোদ করতে পারেন বা পাসপোর্ট(e passport) অফিসে গিয়ে ফি পরিশোদ করতে পারেন।
পাসপোর্ট আবেদন অনলাইন
আপনার যদি ই পাসপোর্ট(e passport) প্রয়োজন হয় তাহলে আপনি ই পাসপোর্ট(e passport) নিজের বাসাথে ই পাসপোর্ট(e passport) এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন বা আপনি ই পাসপোর্ট(e passport) এর অফিসে গিয়ে সরাসরি ই পাসপোর্ট(e passport) এর জন্য আবেদন করতে পারবেন।অনলাইনে আবেদন করার জন্য আপনাকে ই পাসপোর্ট(e passport) এর ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।
ই পাসপোর্ট(e passport) প্রবেশ করার পরে Singup করে নিবেন তার পর আপনার প্রয়োজনিয় তথ্যদিয়ে ই পাসপোর্ট(e passport) এর জন্য আবেদন করবেন।
e passport online check
আপনি যদি আপনার e passport online check করতে চান তাহলে আপনাকে এই ওয়েব সাইট টি তে প্রবেশ করতে হবে।এই ওয়েব সাইট টি তে প্রবেশ করার পর আপনি e passport Account খুলে নিবেন তার পর আপনার e passport নাম্বার দিয়ে আপনি e passport টি online check করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি e passport অফিসে গিয়ে আপনার e passport টি চেক করতে পারবেন।
আরো পড়ুন : শিশুদের e পাসপোর্ট করার নিয়ম যেনে নিন
e passport login
আপনি যদি e passport bangladesh থেকে login করতে চান তাহলে আপনাকে আপনার Gmail id এবং Pass word দিয়ে e passport login Account টি login করতে হবে।
লেখক এর মতামত
e passport সেবা নিয়ে যদি আপনাদের কোন রকম জটি লতাই পরতে হয় তাহলে আপনারা সরাসরি e passport অফিসে যোগায়োগ করতে পারেন।e passport নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।এই পোষ্টটি খেকে আশা করি জানতে পারবেন পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url