রকেট একাউন্ট খোলার নিয়ম জাতিয় পরিচয়পত্র দিয়ে
প্রথমে নাম ছিল ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এখন বর্তমান নাম রকেট এটি বাংলাদেশে বৃহত্তম মোবাইল ব্যাংকিং সেবা।রকেট সর্ব প্রথম ২০১১ সালে চালু হয়েছিল।রকেট এর মাধ্যমে গ্রহক রা ভিবিন্ন দরনের সেবা নিতে পারে যেমন:মোবাইল রির্চা,টাকা লেনদেন,মাস শেসে ছেলারি অনেক সহজে গ্রাহক তুলতে পারেন।আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো রকেট একাউন্ট খোলার নিয়ম নিয়ে।
আপনি রকেট মোবাইল ব্যাংকিং দিয়ে কেনা কাটা,টাকা পাঠানো,বিদ্যুৎ বিল,মোবাইল রির্চা মাস শেসে সেলারি সাব কিছুই করতে পারবেন ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং Account দিয়ে।এই পোষ্টটি মনোযোগ দয়ে পরলে ১০০% রকেট একাউন্ট খোলার নিয়ম সর্ম্পকে জানতে পারবেন।
পোস্টসূচীপত্র:রকেট একাউন্ট খোলার নিয়ম জাতিয় পরিচয়পত্র দিয়ে
জন্ম নিবন্ধন দিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম
আপনি যদি রকেট Account খুলতে চান তাহলে অঅপনার একটি বৈধ জাতিয়পত্র থাকতে হবে এবং একটি সচল মোবাইল ফোন থাকতে হবে এর সাথে একটি স্মার্টফোন আপনি যদি অ্যাপের মাধ্যমে একাউন্ট খুলতে চান।আপনি Google play store থেকে রকেট অ্যাপ টি ডাউনলোড করুন তার পর ইনস্টল করে অ্যাপটি নিবন্ধন করুন তার পর আপনার
আরো পড়ুন : উপায় একাউন্ট দেখার নিয়ম যেনে নিন
এনআইডি নম্বর,জন্মতারিখ,মোবাইল নম্বর,এবং একটি পাসওয়ার্ড প্রবেশ করান।আপনার মোবাইলে একটি কোড পাবেন এবং কোডটি অ্যাপে প্রবেশ করুন এবং অপশনটি নির্বাচন করুন তার পর আপনার আপনার ছবি তুলুন এবং হাতের আঙ্গুলের ছাপ দিন।আপনার একাউন্ট টি সফলভাবে তৈরি হবে এখন আপনি আপনার একাউন্টটি ব্যবহার করতে পারবেন।
রকেট ক্যাশ আউট করার নিয়ম
আপনি যদি আপনার রকেট account থেকে ক্যাশ আউট করতে চান তাহলে আপনি রকেট এজেন্টের মাধ্যমে টাকা তোলতে পারবেন,রকেট এজেন্টের মাধ্যমে টাকা তোলার জন্য আপনার কাছে থাকতে হবে ১)রকেট একাউন্ট নম্বর এবং ২) রকেট একাউন্টের পিন নম্বর অঅপনি আপনার নিকটস্থ রকেট এজেন্ট এর কাছে জান বলে আমার টাকা তুলতে হবে তার পর আপনার একাউন্ট থেকে েএজেন্ট টাকা তুলে দিবে।
রকেট এটিএম ক্যাশ আউট চার্জ
আপনি চাইলে আপনার রকেট একাউন্ট এর টাকা এটিএমমে ক্যাশ আউট করতে পারবেন এর জন্য আপনার রকেট এটিএম ক্যাশ আউট চার্জ প্রতি হাজার টাকায় ৯ টাকা এবং রকেট স্যালারি একাউন্ট থেকে এটিএম ক্যাশ আউট সম্পূর্ণ ফ্রি তে টাকা তুলতে পারবেন।
রকেট ক্যাশ আউট চার্জ
আপনি যদি রকেট ক্যাশ আউট করতে চান তাহলে আপনার জানা থাকতে হবে হাজারে কতটাকা খরচ হয়।আপনি যদি রকেট এজেন্ট থেকে টাকা তুলতে চান ১৬.৭০ খরচ হবে,আপনি যদি রকেট অ্যাপ বা ওয়েবসাইট এর মাধ্যমে টাকা তুলেন তাহলে ৯ টাকা খরচ হবে।
রকেট ক্যাশ আউট লিমিট
রকেট ক্যাশ আউট লিমিট হচ্ছে একদিনে সর্বোচ্চ পরিমাণ রকেট এজেন্ট ১০ লক্ষ টাকা,রকেট অ্যাপ বা ওয়েবসাইট ১০ লক্ষ টাকা এবং রকেট এটিএম ১০ লক্ষ টাকা (স্যালারি একাউন্ট ছাড়া)।রকেট স্যালারি একাউন্ট থেকে এটিএম ক্যাশ আউটের কোন লিমিট নেই।
রকেটে সর্বনিম্ন কত টাকা সেন্ড মানি করা যায়
রকেটে সর্বনিম্ন কত টাকা সেন্ড মানি করা যায় রকেট account টে সর্বনিম্ন ১০০ টাকা সেন মানি করতে পারবেন।রকেট যে কোন এজেন্টের শাখা থেকে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে সেনট মানি করতে পারবেন।
রকেট অ্যাপ থেকে সেন্ড মানি করার জন্য অ্যাপটি খুলুনতার পর সেন্ড মানি অপশনে ক্লিক করুন তার পর প্রাপক ব্যক্তির মোবাইল নম্বর লিখুন তার পর সেন্ড মানি কত করবেন টাকার পরিমান লেখুন তার পর অ্যাকাউন্টের পিন নম্বর দিন সেন্ড মানি অপশনে ক্লিক করুন।
রকেট একাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যায়
রকেট একাউন্টে সর্বোচ্চ ৩০০,০০০/=(তিন লক্ষ)টাকা রাখা যায়।মাশে এক বার ১০০,০০০/=(এক লক্ষ)টাকা রাখা যায় দিনে সর্বোচ্চ ১০,০০০/=(দশ হাজার)টাকা রাখা যায় তবে এগুলো রকেটের এর কতৃপক্ষ যে কোন সময় পরির্বত করতে পারেন।রকেট হেল্পলাইন নাম্বার
আপনারা আপনাদের যে কোন প্রয়োজনে রকেট হেল্পলাইন নাম্বার যোগাযোগ করতে পারবেন।রকেট হেল্পলাইন নাম্বরে আপনাদের যদি কোন অভিযোগ থাকে তাহলে কল করে অভিযোগ দিতে পারবেন এবং আপনাদের সমস্যা সমাদান করে নিতে পারবেন।
লেখক এর মতামত
ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং Account একটি অনলাইন ব্যাংকিং Account যার পূর্বের নাম ছিল ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বর্তমান নাম রকেট মোবাইল ব্যাংকিং করা হয়েছে।আপনারা রকেটের মাধ্যমে যে কোন দরনের লেনদেন করতে পারবেন
আরো পড়ুন : বিকাশ এজেন্ট রেজিস্ট্রেশন কি ভাবে করবেন
দেশের যে কোন প্রন্ত থেকে টাকা আনতে পারবেন।ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং Account নিরা পত্তান জন্য আপনার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং Account এর পিন নাম্বার কারো কাছে সেয়ার করবেন না।আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url