জমির খতিয়ান অনুসন্ধান সি এস অনলাইনে করুন

আমাদের দেশে ভিবিন্ন সময় ভিবিন্ন জরিপ করার হয়েছে জমির এই জরিপ গুলো হওয়ার কারনে ভিবিন্ন খতিয়ান তৈরি হয়েছে যেমন:সি এস খতিয়ান,এস এ খতিয়ান,আর এস খতিয়ান,বি এস খতিয়ান ইত্যাদি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো  জমির খতিয়ান অনুসন্ধান সি এস  অনলাইনে  দেখার নিয়ম এর সাথে 

জমির-খতিয়ান-অনুসন্ধান

আর.এস খতিয়ান,এস এ খতিয়ান,বি এস খতিয়ান ইত্যাদি অনলাইন খতিয়ান চেক কি ভাবে করবেন।আপনাদের সাথে আলোচনা করবো কি ভাবে অনলাইন খতিয়ান আবেদন করবেন এবং বাড়িতে থেকে ডাক যোগে অনলাইন খতিয়ান আবেদন করে যে কোন খতিয়ানের সার্টিফাইড কপির হাতে পাবেন।

পোস্টসূচীপত্র:জমির খতিয়ান অনুসন্ধান সি এস অনলাইনে করুন

সি এস খতিয়ান কি?

সি এস খতিয়ান উপমহাদেশের প্রথম জরিপ এটি ১৮৪০ সালে প্রথম শুরু হয়।ব্রিটিশ রা প্রথম এই সি এস জরিপটি করে।সি এস খতিয়ন টি দুইপার খতিয়ান খতিয়ান টি দেখতে প্রথম পেজে জমিদার দের নাম,খতিয়ান নাম্বার,প্রজাদের নাম ইত্যাদি তথ্য থাকে এবং সি এস খতিয়ানের অপর পৃষ্টায় দাগ নাম্বার,জমির শ্রেনি,দাগে জমির পরিমান ইত্যাদি তথ্য থাকে।

সি এস খতিয়ান আপনি কেন তুলবেন

সি এস খতিয়ান আপনার অনেক কাজের জন্য প্রয়োজন হতে পারে তার মধ্যে কয়েক টি হল আপনি যে জমি টি কিন ত্রুয় করবেন।এই জমির মালিকানা শুরুতে দেখতে হবে যাতে করে পরবর্তি সময়ে আপনি জমি কিনে জটিলতায় নাপরেন তাই 

আরো পড়ুন : খতিয়ান চেনার উপায় cs খতিয়ান কি?

আমাদের দেশে প্রথম জরিপ সি এস এখন জমির মালিকানা সি এস থেকে দেখতে হবে।ব্যাংক থেকে লোন নিতে গেলে সি এস খতিয়ান টি ব্যাংকে জমা দিতে হয়।জমি বিত্রু করতে গেলে মালিকানা ক্লিয়ারের জন্য সি এস খতিয়ান টি দিতে হয় এরকম আরো অনেক কাজে সি এস খতিয়ান টি প্রয়োজন হয়ে থাকে।

অনলাইন খতিয়ান আবেদন

অনলাইন খতিয়ান আবেদন করতে পারবেন এখ থেকে আপনার যদি খতিয়ানের প্রয়োজন হয় আপনি যে কোন খতিয়ান অনলাইন আবেদন করতে পারবেন সি এস,এস এ,আর এস,বি এস অনলাইন খতিয়ান আবেদন করার পরে আপনাকে ডাকযোগে আপনার খতিয়ানটি পাঠিয়ে দিবে।এই ওয়েব সাইট থেকে সি এস,এস এ,আর এ,বি এস সকল খতিয়ান অনলাইনে আবেদন করতে পারবেন।

জমির খতিয়ান অনুসন্ধান

আপনি এই ওয়ব সাইট এর মাধ্যেমে আপনার খতিয়ানটি দেখতে পারবেন।এই ওয়েব সাইটে প্রবেশ করে ভিবাগ,জেরা,উপজেরা মৌাজা উত্যাদি তথ্য এবং আপনি আর এস খতিয়ন নাম্বার টি দিয়ে বিস্থারিত দেখতে পাবেন।মালিকের নাম জমির শ্রেনি দাগেজমির পরিমান উত্যাদি তথ্য দেখতে পাবেন।আপনি আপনার খতিয়ান নাম্বা দিয়ে খতিয়ান অনুসন্ধান করে নিবেন।

খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন

ই খতিয়ান ওয়েব সাইটি থেকে আপনার যে খতিয়ান টি প্রয়োজন খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।আবেদন করার জন্য আপনার ID Card লাগবে এবং ফ্রি পরিশোধ করতে হবে অনলাইনে।সি এস,এস এ,আর এস,বি এস যে কোন খতিয়া আপনি অনলাইনে আবেদন করতে পারবেন।খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন করার পর ডাগযোগে আপনার খতিয়ান টি পাঠি দেওয়া হবে।

আরো পড়ুন : আর এস খতিয়ান যাচাই করে নিন

জমির খতিয়ান চেক

আপনি চাইলে বর্তমান সময়ে অনলাইনে জমির খতিয়ান চেক করতে পারবেন।আপনি আপনার জমির খতিয়ান চেক করার জন্য খতিয়ান নাম্বার,মৌজার নাম,উপজেলা,জেলা এই তথ্য গুলো দিয়ে অনলাইনে জমির খতিয়ানের তথ্য দেথতে পারবেন।এবং আপনার এনআইডি কার্ড দিয়ে খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

লেখক এর মতামত

সি এস খতিয়ান,আর এস খতিয়ান,বি এস খতিয়ান।খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন ও জমির খতিয়ান অনুসন্ধান কিভাবে করবেন,এই গুলো নিয়ে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে।যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url