বাংলাদেশের জন্য ফ্রি ভিপিএন সেরা ৫টি

আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো বাংলাদেশের জন্য ফ্রি ভিপিএন কোন গুলো,বাংলাদেশ ভিপিএন কেন ব্যাবহার করবেন?ভিপিএন ব্যাবহারের সিুবিধা এবং অসুবিধা গুলো নিয়ে আনপদের সাথে সেয়ার করবো।

বাংলাদেশের-জন্য-ফ্রি-ভিপিএন

পোস্টসূচীপত্র:আপনি আপনার এন্ড্রয়েড ফোনে বাংলাদেশের জন্য ফ্রি ভিপিএন কোন ভিপিএন  নিরাপদ,সেরা কয়েকটি এন্ড্রয়েড ফোনের ফ্রি ভিপিএন আপনাদের সাথে প্ররিচয় করিয়ে দিব এবং ভিপিএন কি নিরাপদ?vpn কেন ব্যবহার করা হয় এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচানা করবো।

বাংলাদেশের জন্য ফ্রি ভিপিএন

ভিপিএন আমরা কেন ব্যবহার করি? ভিপিএন ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের নিজেদের প্রাইভেসি রক্ষার জন্য, এছাড়াও আরো কিছু দরকারির প্রয়োজনে আমরা ভিপিএন ব্যবহার করে থাকি।অনেক সময় দেখা যায় বিভিন্ন সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি না

আরো পড়ুন : সবচেয়ে ভালো ক্যামেরা অ্যাপ ৫ টি যেনে নিন

এন্ড্রয়েড অ্যাপস ব্যবহার করতে পারি না, এগুলো ব্যবহার করার জন্য আমরা ভিপিএন ব্যবহার করে থাকি যাতে করে সহজে আমরা ভি পি এন কানেক্ট করে সফটওয়্যার গুলো ইউজ করতে পারি।

আজকে আমি আপনাদের সাথে ১০০% ফ্রিতে ইউজ করতে পারবেন  বাংলাদেশের জন্য ফ্রি ভিপিএন এরকম সেরা কয়েকটি ভিপিএন নিয়ে আলোচনা করব।নিম্মে কয়েকটি বিপিএল এর নাম দেওয়া হল এই ভিপিএন গুলো এন্ড্রয়েড ফোনে সহজে ব্যবহার করতে পারবেন।

TunnelBear VPN

আপনার প্রাইভেসি রক্ষার জন্য বা অনলাইনে গেম খেলার জন্য এই TunnelBear VPN ব্যবহার করতে পারেন।এটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারে।ডাউনলোড করার জন্য লিংক দেওয়া হলো।এটা আপনি তৃতীয় ব্যবহার করতে পারবেন, টাকা দিয়ে কিনে ব্যবহার করতে পারবেন।

Hotspot Shield VPN

Hotspot Shield VPN টি জনপ্রিয় বিপেন এটি আপনার মোবাইল ফোনে প্লে স্টোর থেকে ইন্সটল করে ফ্রিতে ইউজ করতে পারবেন,টাকা দিয়েও সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করতে পারবেন।Hotspot Shield VPN টি ডাউনলোড করতে চাইলে এই লিংকে ক্লিক করুন

বাংলাদেশের-জন্য-ফ্রি-ভিপিএন
ProtonVPN

ProtonVPN  ভালো মানের একটি ভিপিএন।আপনি চাইলে আপনার মোবাইল ফোনের জন্য ভিপিএন টি ব্যবহার করতে পারেন ভিপিএনটি ব্যবহার করার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।ProtonVPN ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করুন

  • Windscribe VPN
  • Opera VPN
  • VPN Proxy Master
  • Thunder VPN

ফ্রি ভিপিএন এন্ড্রয়েড এর জন্য উপরে কয়েকটি ভিপিএন ডাউনলোড লিংক দেওয়া হয়েছে।যে ভিপিএন গুলো আপনারা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন।বাংলাদেশের জন্য ফ্রি ভিপিএন গুলো আপনি ডাউনলোড করে ফ্রিতে ব্যবহার করতে পারবেন 

এবং ভালো সার্ভিস পাওয়ার জন্য,প্রাইভেসি রক্ষার জন্য  টাকা দিয়ে কিনে ভিপিএন গুলো ব্যবহার করতে পারেন।উপরে কয়েকটি vpn এর লিংক দেওয়া হয়েছে তাছাড়া কয়েকটি ভিপিএন এর নাম দেওয়া হয়েছে।ভিপিএন ব্যবহার করার পূর্বে ওই ভিপিএন টা সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন।

ভিপিএন ডাউনলোড

আপনার মোবাইল ফোনে প্রাইভেসি রক্ষার জন্য বা বিভিন্ন অ্যাপ প্লে স্টোর থেকে ইউজ করার জন্য আপনি ভিপিএন ইউজ করতে পারবেন।ভিপিএন ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে,প্লেস স্টোরে গিয়ে আপনি যে ভিপিএন 

আরো পড়ুন : বাংলা স্টাইলিস ফন্ট ডাউনলোড ৫টি ফ্রি  ওয়েবসাইট

টা ইউজ করতে চাচ্ছেন,সেটা ডাউনলোড করে নিবেন,ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করবেন তারপর আপনি যেকোন একটা কান্ট্রি সিলেক্ট করবেন,ভিপিএন ইউজ করার জন্য।এভাবে ভিপিএন ডাউনলোড করে ইউজ করতে পারেন।

ভিপিএন কি

ভিপিএন যার পূর্ণরূপ হল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক।ইন্টারনেটের একটি ভার্চুয়াল "টানেল" যার মাধ্যমে ডেটা কম্পিউটার থেকে আদান-প্রদান করা হয়।এটি আপনার ইন্টারনেট সংযোগকে এনক্রিপ্ট করে এবং আপনার IP ঠিকানা গোপন রাখে,যা আপনার তথ্য অনলাইনে আরও নিরাপদ এবং গোপন রাখে।বাংলাদেশের জন্য ফ্রি ভিপিএন আপনি ব্যাবহার করতে পারবেন অঅপনার মোবাইল ফোনে।

কোন ভিপিএন সবচেয়ে ভালো

কোন ভিপিএন সবচেয়ে ভালো এ প্রশ্নের কোন এক উত্তর নেই, কারণ কোন ভিপিএন ভালো এটা নির্ভর করে আপনার ব্যক্তিগত চাহিদা এবং ব্যবহারের উপর।আপনি যে ভিপিএন টা ব্যবহার করবেন ব্যবহারের সময় নিন্মুক্ত বিষয়গুলো ভালোভাবে চেক করে নিবেন:

  • নিরাপত্তা
  • গোপনীয়তা
  • গতি
  • সার্ভারের অবস্থান
  • মূল্য

>

vpn এর সুবিধা কি

vpn এর সুবিধা অনেক গুলো সুবিধা আছে এখন আমরা যেনে নিব vpn এর সুবিধা কি?নিচে vpn এর সুবিধা গুলো দেওয়া হল:

  • নিরাপত্তা বৃদ্ধি
  • গোপনীয়তা রক্ষা
  • সীমাবদ্ধ সামগ্রী অ্যাক্সেস
  • ইন্টারনেট নজরদারি এড়িয়ে চলা

vpn এর অসুবিধা কি

vpn এর সুবিধা যেমন আছে তেমন vpn এর অসুবিধা ও আছে।আপনি ফ্রিতে ভিপিএন ব্যাবহার করলে ভিপিএন ব্যবহারের কিছু ঝুঁকি থাকে।এখন আমরা জানবো vpn এর অসুবিধা গুলো কি?নিচে vpn এর অসুবিধা গুলো দেওয়া হল:

  • গতি হ্রাস
  • ডেটা লিকেজ
  • আইনি জটিলতা

ভিপিএন কি নিরাপদ

আমরা যারা ভিপিএন ব্যবহার করি আমাদের মনে একটা প্রশ্ন থেকে যায় আদুকি ভিপিএন কি নিরাপদ ?এ প্রশ্নটা যখন আসে বাংলাদেশের জন্য ফ্রি ভিপিএন যে গুলো ব্যবহার করবেন এ গুলোতে আপনার একটু জটিলতা থেকে যায়।

কারণ ভিপিএন গুলো আপনি ফ্রিতে ইউজ করছেন।আপনি যদি ভিপিএন গুলো টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে নেন তাহলে কিন্তু আপনার প্রাইভেসি নিরাপদ থাকবে।বাংলাদেশের জন্য ফ্রি ভিপিএন গুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে।

ভিপিএন ব্যবহারের নিয়ম

  • ভিপিএনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন
  • অ্যাকাউন্ট তৈরি করুন
  • পছন্দের সার্ভারের সাথে কানেক্ট করুন
  • ভিপিএন সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখুন

vpn কেন ব্যবহার করা হয়

ভিপিএন ব্যবহারের বেশ কয়েকটি কারণ রয়েছে,তার মধ্যে কয়েকটি হলো গোপনীয়তা রক্ষা করা,ইন্টারনেটে নজরদারি এড়িয়ে চলা আপনাকে যদি কেউ ইন্টারনেটে নজরদারির মধ্যে রাখতে চায় এক্ষেত্রে আপনি ভিপিএন ইউজ করে নজরদারি 

আরো পড়ুন : অনলাইন ডিজিটাল মার্কেটিং করে ওয়েবসাইট থেকে আয়করুন

এড়িয়ে চলতে পারবেন।vpn ব্যবহার করার আরো কয়েকটি কারণ রয়েছে,বিভিন্ন apps ব্যবহার করার জন্য ভিপিএন এর প্রয়োজন হয়,বিভিন্ন গেম খেলার জন্য ভিপিএন এর প্রয়োজন হয় ইত্যাদি কারণগুলো ছাড়াও আরো অনেক কারণে ভিপিএন ব্যবহার করা হয়।

লেখক এর মতামত

বাংলাদেশের জন্য ফ্রি ভিপিএন ব্যাবহার করার জন্য আপনাদের কে সঠিক একটি ধারনা দিতে পেরেছি,আপনি বাংলাদেশের জন্য ফ্রি ভিপিএন ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে ব্যাবহার করতে পারেন।ফ্রি ভিপিএন এন্ড্রয়েড ফোনের জন্য ব্যাবহার করার পূর্বে এই পোষ্ট সর্ম্পন মনোযোগ দিয়ে পরে নিবেন।বাংলাদেশের জন্য ফ্রি ভিপিএন ব্যাবহার করা নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url